দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৬২. সেভ করার জন্য বার্তা বক্সের কোথায় ক্লিক করতে হবে?
ক. ঘড় বোতামে খ. জবংবঃ বোতামে
গ. জবংঃধৎঃ বোতামে ঘ. ণবং বোতামে
উত্তর: ঘ. ণবং বোতামে
১৬৩. ফিল্ডের উপর ইনসার্সন পয়েন্টার স্থাপন করলে পয়েন্টটি কিসে রূপান্তরিত হবে?
ক. নিম্নমুখী তীরে খ. ঊর্ধ্বমুখী তীরে
গ. বামমুখী তীরে ঘ. ডানমুখী তীরে
উত্তর:ক. নিম্নমুখী তীরে
১৬৪. বাতিলের কমান্ড কার্যকর হওয়ার আগে কী ধরনের বার্তা আসবে?
ক. বিচরণ মূল্য খ. ভাইরাস সম্পর্কিত
গ. ডিলেট সম্পর্কিত ঘ. সতর্কতাসূচক
উত্তর:ঘ. সতর্কতাসূচক
১৬৫. অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য ফিল্ড সিলেক্ট করার পর কোনটিতে ক্লিক করতে হবে?
ক. ঝযরভঃ খ. অষঃ
গ. উবষবঃব ঘ. টহফড়
উত্তর:গ. উবষবঃব
১৬৬. কোনো সারিকে সিলেক্ট করতে হলে তার কোন পাশে ইনসার্সন পয়েন্টার রাখতে হয়?
ক. উপরে খ. নিচে
গ. বামে ঘ. ডানে
উত্তর:গ. বামে
১৬৭. কিসের ভিত্তিতে ডেটাবেজকে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়?
ক. ফিল্ড খ. সারি
গ. টেবিল ঘ. সেল
উত্তর:ক. ফিল্ড
১৬৮. নিচের কোনটি আরোহী পদ্ধতি?
ক. ১০..৯..৮ খ. ১..২..৩..৪
গ. তৃণৃঢ ঘ. #@ৃ%ৃ*
উত্তর:খ. ১..২..৩..৪
১৬৯. মাইক্রোসফট এক্সেস উইন্ডোর-
র. উপরের বাম কোনায় থাকে ইষধহশ উধঃধনধংব আইকন
রর. নিচের বাম কোনায় থাকে ঝঃধৎঃ বাটন
ররর. নিচের ডান কোনায় থাকে অষষ চৎড়মৎধসং বাটন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
১৭০. টেবিল সেভ করার জন্য-
র. উবংরমহ ঠরবি সিলেক্ট করতে হবে
রর. ডায়ালগ বক্সে একটি নাম টাইপ করতেই হবে
ররর. ডায়ালগ বক্সের ঙক বোতামে ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
১৭১. ড্রপ ডাউন তীরে ক্লিক করলে যে প্রকারের ডেটার তালিকা দেখা যাবে-
র. ঞবীঃ ্ ঘঁসনবৎ
রর. ঈঁৎৎবহপু
ররর. উধঃব/ঞরসব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
১৭২. মিজান ডেটাবেজে কিছু ডেটা সংরক্ষণ করবে। ডেটা টেবিল তৈরির পর তাকে ডেটা এন্ট্রি করতে হবে-
র. ডেটাশিট ভিউতে
রর. ফিল্ড ভিউতে
ররর. ঞধনষব ১ ভিউতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
১৭৩. গাণিতিক কাজ করা যায়-
র. নম্বর ডেটার মাধ্যমে
রর. বর্ণভিত্তিক ডেটার সাহায্যে
ররর. তারিখ/সময় ডেটার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
১৭৪. ঋরবষফ ঝরুব-এর ডান পাশের ঘরে নির্ধারণ করতে হয়-
র. ফিল্ডের আকার
রর. ফিল্ডের অন্যান্য বৈশিষ্ট্য
ররর. রেকর্ডের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ক. র ও রর
১৭৫. ফিল্ডের ক্ষেত্রে-
র. ফিল্ডের নিজস্ব মান থাকে
রর. ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় বড় হওয়া ভালো
ররর. অপ্রয়োজনে ফিল্ডের সাইজ বড় করা ঠিক নয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
১৭৬. তারিখ/সময় ফিল্ডের ডেটা বা তথ্যের ভিত্তিতে-
র. বয়স বের করা যাবে
রর. বয়স সংক্রান্ত যোগের কাজ করা যাবে
ররর. বয়স সংক্রান্ত তুলনার কাজ করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
১৭৭. ডেটা সংরক্ষণের কাজ করা যাবে-
র. ঝধাব আইকন ক্লিক করে
রর. ঈঃৎষ বোতাম চেপে ঝ বোতামে চাপ দিয়ে
ররর. ঝঃধৎঃ আইকন ক্লিক করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ক. র ও রর
১৭৮. ডেটা এন্ট্রির শুরুতে নির্ধারণ করে নেওয়া যেতে পারে-
র. ফন্ট রর. ফন্টের আকার ররর. ফন্টের নিয়ম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ক. র ও রর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়