এসএসসি ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৫৩. মনু, বাউলাই তিতাস, গোমতী কোন নদীর উপনদী?
ক. ব্রহ্মপুত্র খ. মেঘনা
গ. যমুনা ঘ. পদ্মা
উত্তর :খ. মেঘনা
৫৪. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার?
ক. ২০৩ খ. ২০০ গ. ১৫০ ঘ. ১০৩
উত্তর :ক. ২০৩
উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬নং প্রশ্নের উত্তর দাও :
৫৫. উদ্দীপকে উলিস্নখিত ছ গ্রহটির বায়ুমন্ডল কোন গ্যাস দিয়ে তৈরি?
ক. মিথেন ও অ্যামোনিয়া
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ও হিলিয়াম
ঘ. হাইড্রোজেন ও মিথেন
উত্তর : গ. হাইড্রোজেন ও হিলিয়াম
৫৬. উদ্দীপকের চ গ্রহের বৈশিষ্ট্য্ত
র. ক্ষুদ্রতম গ্রহ
রর. প্রাণের অস্তিত্ব নেই
ররর. বায়ুমন্ডল ধরে রাখতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
৫৭. খামসিন স্থানীয় বায়ুপ্রবাহ কোথায় হয়?
ক. ফ্রান্স খ. জার্মানি
গ. ইরাক ঘ. মিশর
উত্তর :ঘ. মিশর
৫৮. কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক খ. আয়ারল্যান্ড
গ. নেদারল্যান্ড ঘ. ফ্রান্স
উত্তর :ক. ডেনমার্ক
৫৯. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ২৫ মিটার খ. ৩০ মিটার
গ. ২১ মিটার ঘ. ৩১ মিটার
উত্তর :গ. ২১ মিটার
৬০. সুপিরিয়র হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর-আমেরিকা
উত্তর : ঘ. উত্তর-আমেরিকা
৬১. কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না?
ক. ভারত খ. প্রশান্ত
গ. উত্তর ঘ. আটলান্টিক
উত্তর :গ. উত্তর
৬২. বাংলাদেশের দক্ষিণ-পূর্বে কোন নদী মিয়ানমার সীমানায় অবস্থিত?
ক. হাড়িয়া ভাঙ্গা খ. কর্ণফুলী
গ. নাফ ঘ. মনু
উত্তর :গ. নাফ
৬৩. সমুদ্রস্রোতের অন্যতম ফলাফল-
র. কুয়াশা সৃষ্টি
রর. মগ্নচূড়ার সৃষ্টি
ররর. হিমশৈলের আঘাতে সৃষ্ট বিপদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৬৪. স্রোতজ সমভূমি বিরাজমান কোথায়?
ক. কুষ্টিয়া খ. যশোর
গ. খুলনা ঘ. সাতক্ষীরা
উত্তর :গ. খুলনা
৬৫. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
ক. মিটার খ. কিলোমিটার
গ. আলোকবর্ষ ঘ. সেকেন্ড
উত্তর : গ. আলোকবর্ষ
৬৬. স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
উত্তর :ঘ. ২
৬৭. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোল হলো-
র. পৃথিবীর বর্ণনা
রর. পৃথিবীর অধিবাসীর বর্ণনা
ররর. নদ-নদীর বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও :
'চ' মহাসাগরটির মধ্যে রয়েছে পৃথিবীর গভীরতম খাত।
৬৮. 'চ' মহাসাগরটির নাম কী?
ক. প্রশান্ত খ. আটলান্টিক
গ. ভারত ঘ. উত্তর মহাসাগর
উত্তর :ক. প্রশান্ত
৬৯. মহাসাগরটি অবস্থিত-
র. আফ্রিকা মহাদেশে
রর. আমেরিকা মহাদেশে
ররর. এশিয়া মহাদেশে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
৭০. তারাখসা কী?
ক. উল্কা পতন খ. ধূমকেতু পতন
গ. নক্ষত্র পতন ঘ. গ্রহ পতন
উত্তর :ক. উল্কা পতন
৭১। নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একমাত্র কোন গ্রহটি?
খ) মঙ্গল খ) পৃথিবী
গ) বৃহস্পতি ঘ) শুক্র
উত্তর :ঘ) শুক্র
৭২। শুক্র গ্রহ-
র. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ
রর. সূর্য থেকে ৮.৮ কোটি কি. মি. দূরে অবস্থিত
ররর. এসিড বৃষ্টি হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) র ও ররর
উত্তর :ঘ) র ও ররর
৭৩। মঙ্গলগ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত?
ক) ২৫ ভাগ খ) ৫৫ ভাগ
গ) ৮৮ ভাগ ঘ) ৯৯ ভাগ
উত্তর : ঘ) ৯৯ ভাগ
৭৪। 'গ্রহরাজ' বলা হয় কোন গ্রহটিকে?
ক) শনি খ) বৃহস্পতি
গ) মঙ্গল ঘ) পৃথিবী
উত্তর : খ) বৃহস্পতি
৭৫। সূর্য থেকে শনির দূরত্ব কত?
ক) প্রায় ২২.৮ কোটি কি. মি.
খ) প্রায় ৭৭.৮ কোটি কি. মি.
গ) প্রায় ১৪৩ কোটি কি. মি.
ঘ) প্রায় ২৮৭ কোটি কি. মি.
উত্তর : গ) প্রায় ১৪৩ কোটি কি. মি.
৭৬। মহাকাশচারী ইউরি গ্যাগারিন কত সালে স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন?
ক) ১৯৬১ সালের ১২ জানুয়ারি
খ) ১৯৬১ সালের ১২ এপ্রিল
গ) ১৯৬৯ সালের ২১ জুলাই
ঘ) ১৯৬৯ সালের ২৯ ডিসেম্বর
উত্তর : খ) ১৯৬১ সালের ১২ এপ্রিল