চবিতে কর্মশালা
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) উদ্যোগে বিতর্ক, বক্তৃতা ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৩ ফেব্রম্নয়ারি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিজনেস অ্যান্ড ডিবেটিং অ্যাসোসিয়েশনের মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি শাখাওয়াত মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি মশিউর রহমান নাঈম। কর্মশালায় বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালা শেষে নব্য বিতার্কিকদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মশালার কনভেনর হিসেবে ছিলেন আইইআরডিসির পাবলিক রিলেশন সেক্রেটারি সায়মা বিনতে ইসলাম মিমি, কো-কনভেনর হিসেবে ছিলেন ক্লাবটির বিতার্কিক তাহসিনা রহমান, তানভিন কায়েস লিওন এবং মোহাম্মদ আবিল ইমাম রাফি।