দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৪৩. ফিল্ড উইন্ডোতে কী টাইপ করা হয়?
ক. ঞবীঃ খ. ঈঁৎৎবহপু
গ. ঝখ. ঘড়. ঘ. উধঃধ ঞুঢ়ব
উত্তর: গ. ঝখ. ঘড়.
১৪৪. কোন ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যাবে না?
ক. বর্ণভিত্তিক ফিল্ড খ. চিহ্ন ভিত্তিক ফিল্ড
গ. সংকেত ভিত্তিক ফিল্ড ঘ. সংখ্যাভিত্তিক ফিল্ড
উত্তর:ক. বর্ণভিত্তিক ফিল্ড
১৪৫. ডেটা টাইপ সিলেক্ট করার সাথে কোন অংশে আরও কিছু বিষয় নির্ধারণ করে দিতে হয়?
ক. ফিল্ড খ. রেকর্ড
গ. সারি ঘ. ফিল্ড প্রোপার্টিজ
উত্তর:ঘ. ফিল্ড প্রোপার্টিজ
১৪৬. কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয়?
ক. ঋরবষফ খ. জবপড়ৎফ
গ. উধঃধ ঞধনষব ঘ. ঞধনষব ঠরবি
উত্তর: ঘ. ঞধনষব ঠরবি
১৪৭. ফিল্ডের নাম টাইপ করা শেষ হলে সেভ করার জন্য কোন আইকন ক্লিক করতে হয়?
ক. ভিউ খ. হোম
গ. টুলস ঘ. মেনু
উত্তর:ক. ভিউ
১৪৮. কোথায় টেবিলের প্রথম ফিল্ডটি সিলেক্টেড থাকবে?
ক. ডেটাশিট ভিউয়ে খ. ঞধনষব-১ ভিউয়ে
গ. ঞবীঃ ভিউয়ে ঘ. এক্সেস ভিউয়ে
উত্তর:ক. ডেটাশিট ভিউয়ে
১৪৯. ডেটাবেজে কীবোর্ডের কোন বোতামটিতে চাপ দিলে কার্সর পরবর্তী ফিল্ডে চলে যায়?
ক. ঝযরভঃ খ. ঊহঃবৎ
গ. ঞধন ঘ. ঝঢ়ধপব
উত্তর:গ. ঞধন
১৫০. ডেটাবেজে কেনো কিছু সেভ করার জন্য কীবোর্ড কমান্ড কী?
ক. ঈঃৎষ+ঝযরভঃ খ. ঈঃৎষ+ঊহঃবৎ
গ. ঈঃৎষ+ঞধন ঘ. ঈঃৎষ+ঝ
উত্তর: ঘ. ঈঃৎষ+ঝ
১৫১. ডেটাবেজে কাজ করার সময় কিছুক্ষণ পর পর ডেটাশিটটি কী করতে হবে?
ক. পর্যবেক্ষণ খ. অনুকরণ
গ. সংযোজন ঘ. সংরক্ষণ
উত্তর: ঘ. সংরক্ষণ
১৫২. ডেটাবেজে ফন্টের আকৃতি পরিবর্তন করলে কী হবে?
ক. সম্পূর্ণ অক্ষরের আকার আকৃতি পরিবর্তন হবে
খ. একটি অক্ষরের আকৃতি পরিবর্তন হবে
গ. দুইটি অক্ষরের আকৃতি পরিবর্তন হবে
ঘ. একটি ঘরের অক্ষরের আকৃতি পরিবর্তন হবে
উত্তর: ক. সম্পূর্ণ অক্ষরের আকার আকৃতি পরিবর্তন হবে
১৫৩. এক্সেস ডেটাবেজের বানান সংশোধনের জন্য কী করতে হবে?
ক. টেক্সটের ফরমেট নির্ধারণ করতে হবে
খ. সংশোধন করার ঘরে ট্যাব বোতাম চাপতে হবে
গ. সংশোধন করার ঘরে ঈঃৎষ+ঝ প্রেস করতে হবে
ঘ. সংশোধন করার ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে
উত্তর:ঘ. সংশোধন করার ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে
১৫৪. এক্সেস ডেটাবেজে বন্ধ করা ফাইলটি ওপেন করার প্রথম ধাপ কোনটি?
ক. ফাইলটি সিলেক্ট করা
খ. ফাইলটির ফরমেট নির্ধারণ করতে হবে
গ. ফাইলটি যে ফোল্ডারে বিদ্যমান সেখানে যাওয়া
ঘ. ফোল্ডারটি যে ফাইলে বিদ্যমান সেখানে যাওয়া
উত্তর:গ. ফাইলটি যে ফোল্ডারে বিদ্যমান সেখানে যাওয়া
১৫৫. এক্সেস ডেটাবেজে কোনো ফাইল ওপেন করার জন্য কী করতে হবে?
ক. ফাইলটির ফরমেট নির্ধারণ করতে হবে
খ. টেক্সটের ফরমেট নির্ধারণ করতে হবে
গ. ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে
ঘ. মেনু বার-এ ওপেন বোতাম ক্লিক করতে হবে
উত্তর:ঘ. মেনু বার-এ ওপেন বোতাম ক্লিক করতে হবে
১৫৬. ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য কী করতে হবে?
ক. ঋরষব আইকনে ক্লিক করতে হবে
খ. ঠরবি আইকনে ক্লিক করতে হবে
গ. ঞধন বোতামে প্রেস করতে হবে
ঘ. ঙঢ়বহ বোতামে ক্লিক করতে হবে
উত্তর: খ. ঠরবি আইকনে ক্লিক করতে হবে
১৫৭. ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য ঠরবি আইকনে ক্লিক করার পরবর্তী ধাপ কোনটি?
ক. ঋরষব আইকনে ক্লিক করা
খ. ঞধন বোতামে প্রেস করা
গ. উবংরমহ ঠরবি আইকনে ক্লিক করা
ঘ. ঙঢ়বহ ঠরবি বোতামে ক্লিক করা
উত্তর:গ. উবংরমহ ঠরবি আইকনে ক্লিক করা
১৫৮. কোন উইন্ডোতে বর্তমান ফিল্ডগুলোর নাম দেখা যাবে?
ক. উবংরমহ ঠরবি খ. ঋরবষফ ারবি
গ. ঝঃধৎঃ ঠরবি ঘ. ঈষড়ংব ারবি
উত্তর:ক. উবংরমহ ঠরবি
১৫৯. উবংরমহ মেনুতে ক্লিক করলে কী উন্মোচিত হবে?
ক. মেনুর নাম খ. মেনুর রিবন
গ. মেনুর চাট ঘ. মেনুর সংখ্যা
উত্তর:খ. মেনুর রিবন
১৬০. রিবনের কোথায় ক্লিক করলে ইনসার্সন পয়েন্টার বিশিষ্ট ঘরের উপরে একটি শূন্য ফিল্ড যুক্ত হবে?
ক. ওহংবৎঃ চড়রহঃ খ. ঠরবি চড়রহঃ
গ. ওহংবৎঃ জড়ংি ঘ. ঠরবি জড়ংি
উত্তর:গ. ওহংবৎঃ জড়ংি
১৬১. ভিউ ড্রপ ডাউন তালিকা থেকে উধঃধংযববঃ ঠরবি কমান্ড সিলেক্ট করলে কী করার জন্য বার্তা আসবে?
ক. ঈষড়ংব খ. ঝধাব
গ. উবষবপঃ ঘ. ঐড়সব
উত্তর:খ. ঝধাব
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়