২৭। নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একমাত্র কোন গ্রহটি?
খ) মঙ্গল খ) পৃথিবী
গ) বৃহস্পতি ঘ) শুক্র
উত্তর :ঘ) শুক্র
২৮। শুক্র গ্রহ-
র. সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ
রর. সূর্য থেকে ৮.৮ কোটি কি. মি. দূরে অবস্থিত
ররর. এসিড বৃষ্টি হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) র ও ররর
উত্তর :ঘ) র ও ররর
২৯। মঙ্গলগ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত?
ক) ২৫ ভাগ খ) ৫৫ ভাগ
গ) ৮৮ ভাগ ঘ) ৯৯ ভাগ
উত্তর : ঘ) ৯৯ ভাগ
৩০। 'গ্রহরাজ' বলা হয় কোন গ্রহটিকে?
ক) শনি খ) বৃহস্পতি
গ) মঙ্গল ঘ) পৃথিবী
উত্তর : খ) বৃহস্পতি
৩১। সূর্য থেকে শনির দূরত্ব কত?
ক) প্রায় ২২.৮ কোটি কি. মি.
খ) প্রায় ৭৭.৮ কোটি কি. মি.
গ) প্রায় ১৪৩ কোটি কি. মি.
ঘ) প্রায় ২৮৭ কোটি কি. মি.
উত্তর : গ) প্রায় ১৪৩ কোটি কি. মি.
৩২। মহাকাশচারী ইউরি গ্যাগারিন কত সালে স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন?
ক) ১৯৬১ সালের ১২ জানুয়ারি
খ) ১৯৬১ সালের ১২ এপ্রিল
গ) ১৯৬৯ সালের ২১ জুলাই
ঘ) ১৯৬৯ সালের ২৯ ডিসেম্বর
উত্তর : খ) ১৯৬১ সালের ১২ এপ্রিল
৩৩। পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কতটুকু?
ক) ২৩ কি. মি. খ) ২৬ কি. মি.
গ) ৩৮ কি. মি. ঘ) ৪৩ কি. মি.
উত্তর : ঘ) ৪৩ কি. মি.
৩৪। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
ক) ১২৮০০ কি. মি. খ) ৮১০০ কি. মি.
গ) ৬৪০০ কি. মি. ঘ) ৪৬০০ কি. মি.
উত্তর : গ) ৬৪০০ কি. মি.
৩৫। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক) ৪৫ক্ক খ) ৯০ক্ক
গ) ১৮০ক্ক ঘ) ৩৬০ক্ক
উত্তর :ঘ) ৩৬০ক্ক
৩৬। দিবারাত্রি উভয়ই সমান হয় আর কোন তারিখে?
ক) ২৩ মার্চ খ) ২৩ সেপ্টেম্বর
গ) ২৫ ডিসেম্বর ঘ) ৩০ ডিসেম্বর
উত্তর : খ) ২৩ সেপ্টেম্বর
৩৭। পৃথিবী আবর্তনের দৈনিক গতিকে কী বলে?
ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি
\হগ) ঘূর্ণন গতি ঘ) ষাণ্মাসিক গতি
উত্তর : ক) আহ্নিক গতি
৩৮। পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করছে-
ক) পূর্ব থেকে পশ্চিমে খ) উত্তর হতে দক্ষিণে
\হগ) পশ্চিম থেকে পূর্বে ঘ) দক্ষিণ হতে উত্তরে
উত্তর :গ) পশ্চিম থেকে পূর্বে
৩৯। ৩৬৬ দিনে বছর হলে তাকে কী বলে?
ক) একবর্ষ খ) অধিবর্ষ
গ) উপবর্ষ ঘ) সৌরবর্ষ
উত্তর : খ) অধিবর্ষ
৪০। বাংলাদেশের সঙ্গে গ্রিনিচ মান সময়ের পার্থক্য কত?
ক) ৪ ঘণ্টা খ) ৬ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা ঘ) ১২ ঘণ্টা
উত্তর :খ) ৬ ঘণ্টা
৪১. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর :ক. তিনটি
৪২. জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
ক. ১৯৬৪ খ. ১৯৮০
গ. ১৯৮৮ ঘ. ২০০৬
উত্তর :খ. ১৯৮০
উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
পৃথিবীতে এক প্রকার শিলা রয়েছে যার কোনো স্তর নেই। এটি সৃষ্টির পিছনে ভূপৃষ্ঠের দুর্বল অংশ জড়িত।
৪৩. উক্ত শিলা কোথায় উৎপন্ন হয়?
ক. সাগরগর্ভে খ. নদীগর্ভে
গ. বৃষ্টির মাধ্যমে ঘ. ভূগর্ভে
উত্তর :ঘ. ভূগর্ভে
৪৪. উক্ত শিলার ক্ষেত্রে প্রযোজ্য-
র. এটি কঠিন
রর. এদের রং গাঢ়
ররর. এর উদাহরণ কেওলিন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
৪৫. নদী উপত্যকার তলদেশকে কী বলে?
ক. নদী অববাহিকা খ. নদী সংগম
গ. নদীগর্ভ ঘ. দোয়াব
উত্তর :গ. নদীগর্ভ
৪৬. ক্যালসাইট কী?
ক. লোহা খ. সোনা
গ. গন্ধক ঘ. চুনাপাথর
উত্তর :ঘ. চুনাপাথর
৪৭. ভৌত পরিবেশের উপাদান কোনটি?
ক. সাগর খ. আচার-আচরণ
গ. বিদ্যালয় ঘ. ঘর-বাড়ি
উত্তর :ক. সাগর
৪৮. প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়-
র. বায়ুমন্ডল রর. বারিমন্ডল ররর. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
৪৯. 'এবড়মৎধঢ়যু' শব্দের অর্থ ্ত
ক. পৃথিবীর বর্ণনা খ. মানুষের বর্ণনা
গ. সমুদ্রের বর্ণনা ঘ. মহাকাশের বর্ণনা
উত্তর :ক. পৃথিবীর বর্ণনা
৫০. গাণিতিক ভূগোলের বিষয় কী?
ক. উদ্ভিদরাজি খ. ভূ-প্রকৃতি
গ. মহাবিশ্ব ঘ. জনসংখ্যা
উত্তর :গ. মহাবিশ্ব
৫১. চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
ক. মার্বেল খ. কাদা
গ. শ্লেট ঘ. সাইনাইট
উত্তর :ক. মার্বেল
৫২. বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি?
ক. এক্সোমন্ডল খ. মেসোমন্ডল
গ. স্ট্রাটোমন্ডল ঘ. ট্রপোমন্ডল
উত্তর :ঘ. ট্রপোমন্ডল
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়