জীবনের জন্য পানি
১. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?
ক. আর্সেনিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণ
গ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ. জীবাণু দ্বারা দূষণ
উত্তর: ক. আর্সেনিক দ্বারা দূষণ
২. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ক. মাটি খ. পানি
গ. বায়ু ঘ. আলো
উত্তর: খ. পানি
৩. উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?
ক. পানি খ. জলীয় বাষ্প
গ. শিশির ঘ. বরফ
উত্তর: ঘ. বরফ
৪. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল
গ. সবুজ ঘ. আকাশী
উত্তর: খ. লাল
৫. জীবনের জন্য কোনটি অবশ্য প্রয়োজনীয়?
ক. গ্যাস খ. পানি
গ. মাটি ঘ. আলো
উত্তর: খ. পানি
৬. পৃথিবীতে পানির এক উৎস থেকে অন্য উৎসে চক্রাকারে ঘোরাকে কী বলে?
ক. পানিচক্র খ. পানি গূর্ণন
গ. পানি দূষণ ঘ. পানি শোধন
উত্তর: ক. পানিচক্র
৭. বায়ুতে সব সময় কিছু পরিমাণ কী থাকে?
ক. ধূলিকণা খ. বালিকণা
গ. বাষ্প ঘ. গ্যাস
উত্তর: গ. বাষ্প
৮. পানি ফুটতে শুরু করার পর আরও কত মিনিট পানিতে তাপ দিতে হয়?
ক. ২০ মিনিট খ. ২৫ মিনিট
গ. ৩৫ মিনিট ঘ. ৩৮ মিনিট
উত্তর: ক. ২০ মিনিট
৯. কোনটি সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করে?
ক. বায়ু খ. সূর্য
গ. পানি ঘ. আর্দ্রতা
উত্তর: খ. সূর্য
১০. কোনটি মানুষের শরীরের তাপমাত্রা ঠিক রাখে?
ক. পানি খ. তাপ
গ. আলো ঘ. বাতাস
উত্তর: ক. পানি
১১. পানি জলীয় বাষ্প হয়ে কোথায় চলে যায়?
ক. পুকুরে খ. নদীতে
গ. সাগরে ঘ. বায়ুমন্ডলে
উত্তর: ঘ. বায়ুমন্ডলে
১২. নলকূপের মুখে কোন রং দেওয়া থাকলে তার পানি পান করা নিরাপদ?
ক. লাল খ. সবুজ
গ. হলুদ ঘ. কালো
উত্তর: খ. সবুজ
১৩. দূষিত পানি পানে নিচের কোনটি হতে পারে?
ক. পেটের পীড়া খ. হাত ও পায়ে ব্যথা
গ. মাথা ব্যথা ঘ. বুকে ব্যথা
উত্তর: ক. পেটের পীড়া
১৪. উদ্ভিদ মাটি থেকে পানি ছাড়াও শোষণ করে-
ক. প্রোটিন খ. খনিজ
গ. ভিটামিন ঘ. খাদ্যসার
উত্তর: খ. খনিজ
১৫. বায়ুমন্ডলে পানি কী অবস্থায় থাকে?
ক. জলীয় বাষ্প অবস্থায় খ. তরল অবস্থায়
গ. কঠিন অবস্থায় ঘ. গ্যাসীয় অবস্থায়
উত্তর: ক. জলীয় বাষ্প অবস্থায়
১৬. পানিকে সম্পূর্ণরূপে নিরাপদ করতে হলে কী করতে হবে?
ক. ফিটকিরি মেশাতে হবে খ. বিস্নচিং পাউডার মেশাতে হবে
গ. হ্যালোজেন ট্যাবলেট মেশাতে হবে ঘ. ফুটাতে হবে
উত্তর: ঘ. ফুটাতে হবে
১৭. নিচের কোনটি পানিতে মেশালে পানি কিছুটা জীবাণুমুক্ত হয়?
ক. ফরমালিন খ. স্যাকারিন
গ. ফিটকিরি ঘ. ক্যালসিয়াম কার্বাইড
উত্তর: গ. ফিটকিরি
১৮. পানিকে বেশিরভাগ জীবাণু থেকে কীভাবে মুক্ত করা যায়?
ক. ফুটিয়ে খ. থিতিয়ে
গ. ছেঁকে ঘ. ঠান্ডা করে
উত্তর: ক. ফুটিয়ে
১৯. দূষিত পানি পান করলে মানুষ কোন রোগে আক্রান্ত্র হয়?
ক. গুটি বসন্ত খ. আর্সেনিকোসিস
গ. কলেরা ঘ. হাম
উত্তর: গ. কলেরা
পরবর্তী অংশ আগামী সংখ্যায়