জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ডা. সানা রামচন্দ
প্রশ্ন:২৭ ফেব্রম্নয়ারি ২০২৩ বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু করা হয়? উত্তর :আর্জেন্টিনা। প্রশ্ন: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (টঘউচ) ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ করে উন্মুক্ত করে? উত্তর :২০ ফেব্রম্নয়ারি ২০২৩। প্রশ্ন:২০২৩ সালে একুশে পদক লাভ করেন কতজন? উত্তর :১৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রশ্ন:৩১ জানুয়ারি ২০২৩ বেসরকারি খাতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়? উত্তর :চারঘাট, রাজশাহী। প্রশ্ন:বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর :অজয় বাঙ্গা। প্রশ্ন:ঐরময গড়নরষরঃু অৎঃরষষবৎু জড়পশবঃ ঝুংঃবসং (ঐওগঅজঝ) কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা? উত্তর :যুক্তরাষ্ট্র। প্রশ্ন:মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অব স্টাফ কে? উত্তর :জেফ জিয়েন্টস। প্রশ্ন:২৭ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে? উত্তর :সলোমন দ্বীপপুঞ্জ। প্রশ্ন:সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়? উত্তর :স্করপিয়ন ইউনিট। প্রশ্ন:২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়? উত্তর :আইএনএস বাগির (ওঘঝ ঠধমরৎ)। প্রশ্ন:৯ ফেব্রম্নয়ারি ২০২৩ চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির 'জাতির পিতা' হিসেবে স্বীকৃতি দেন? উত্তর :রমজান কাদিরভ। প্রশ্ন:আল-কায়েদার নতুন প্রধানের নাম কী? উত্তর :সাইফ আল-আদেল। প্রশ্ন:জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন? উত্তর :সিচুয়ান। প্রশ্ন:এখঝউই'র পূর্ণরূপ কী? উত্তর :এৎড়ঁহফ খধঁহপযবফ ঝসধষষ উরধসবঃবৎ ইড়সন. প্রশ্ন:পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কী? উত্তর :ডা. সানা রামচন্দ। প্রশ্ন:ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল কবে নিউজিল্যান্ডে আঘাত হানে? উত্তর :১৫ ফেব্রম্নয়ারি ২০২৩।