শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পাবিপ্রবি উপাচার্য এশিয়াটিক সোসাইটির সহসভাপতি নির্বাচিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পাবিপ্রবি উপাচার্য এশিয়াটিক সোসাইটির সহসভাপতি নির্বাচিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে ২০২৪-২৫ সালের কাউন্সিল নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরীফুলস্নাহ ভূঁইয়া। তিনি ৫৩৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন ১৯৫৪ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে (বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ) শিক্ষকতা পেশায় যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করে বর্তমানে তিনি ২০২২ সালের ১২ এপ্রিল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল নির্বাচনে সভাপতি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে