দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
৬৮. ডেটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে কী তৈরি করা হয়? ক. ছবি খ. শব্দ গ. রিপোর্ট ঘ. প্রেজেন্টেশন উত্তর:গ. রিপোর্ট ৬৯. ডেটাবেজ প্রোগ্রামে ভুল ডেটা যাতে এন্ট্রি করা না যায় সেজন্য কী ব্যবস্থা করা হয়? ক. রেকর্ড শর্তারোপ করা হয় খ. কুয়েরি করা হয় গ. রিপোর্ট তৈরি করা হয় ঘ. ফিল্ডে শর্তারোপ করা যায় উত্তর:ঘ. ফিল্ডে শর্তারোপ করা যায় ৭০. ফিল্ডে শর্তারোপ করে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করাকে কী বলে? ক. রিপোর্ট সংরক্ষিতকরণ খ. ইনপুট ভেলিডেশন গ. আউটপুট ভেলিডেশন ঘ. কলাম সংযোজন উত্তর:খ. ইনপুট ভেলিডেশন ৭১. তৌফিকুল ইসলাম একটি ডেটাবেজ তৈরি করলেন। তিনি তার ডেটাবেজের কোথায় বিভিন্ন শর্ত আরোপ করে রেকর্ডসমূহ আলাদা করে টেবিল তৈরি করতে পারেন? ক. ফর্ম খ. ম্যাক্সো গ. মডিউল ঘ. কুয়েরি উত্তর:ঘ. কুয়েরি ৭২. কিসের ওপর ভিত্তি করে ডেটাবেজের দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়? ক. রেকর্ড খ. টেবিল গ. সেল ঘ. ফিল্ড উত্তর: ঘ. ফিল্ড ৭৩. ডেটাবেজে ইন্ডেক্স ব্যবহার করা হয় কেন? ক. রেকর্ড সংযোজনের জন্য খ. টেবিল তৈরি করার জন্য গ. তথ্য অনুসন্ধানের জন্য ঘ. ইনপুট ভেলিডেশনের জন্য উত্তর: গ. তথ্য অনুসন্ধানের জন্য ৭৪. ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয়? ক. রেকড খ. টেবিল গ. ম্যাক্রো ঘ. ইন্ডেক্স উত্তর:ঘ. ইন্ডেক্স ৭৫. ডেটাবেজে কোনো ফিল্ডের ওপর ইন্ডেক্স করলে কী হয়? ক. টেবিল তৈরি হয় খ. ইনপুট ভেলিডেশন হয় গ. ডেটাবেজ রেকর্ড সংযোজিত হয় ঘ. ফিল্ডের ভেলু্য অর্ডার অনুসারে সজ্জিত হয় উত্তর:ঘ. ফিল্ডের ভেলু্য অর্ডার অনুসারে সজ্জিত হয় ৭৬. জিয়ান একটি ডেটাবেজ থেকে কিছু প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করবে। এ জন্য তাকে কোনটি ব্যবহার করতে হবে? ক. ফর্ম খ. রিপোর্ট গ. মডিউল ঘ. ইন্ডেক্স উত্তর:ঘ. ইন্ডেক্স ৭৭. কী দেখে বই থেকে কোনো বিষয় সহজে খুঁজে বের করা যায়? ক. ডিবেজ খ. ওরাকল গ. সূচি ঘ. রেকর্ড উত্তর:গ. সূচি ৭৮. ডেটাবেজ ফাইলের কোনো রূপ পরিবর্তন না করে রেকর্ডসমূহ বিভিন্নভাবে সাজাতে কী ব্যবহার করা হয়? ক. সর্টিং খ. রেকর্ড গ. ইন্ডেক্স ঘ. ম্যাক্রো উত্তর:গ. ইন্ডেক্স ৭৯. বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে কী তৈরির মাধ্যমে ঝরহমষব ধপঃরড়হ-এ রূপান্তর করে পরবর্তীতে যতবার ইচ্ছা ব্যবহার করা যায়? ক. গরপৎড় খ. গধপৎড় গ. ঋড়ষফবৎ ঘ. খরসরঃ উত্তর:খ. গধপৎড় ৮০. গ্রিডলাইন কী? ক. অক্ষরের উপর বা নিচের লাইন খ. রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইন গ. রেকর্ড রাখার ক্যানভাস ঘ. ৎঁষধৎ উত্তর:খ. রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইন ৮১. গ্রিডলাইন সিলেকশন থাকা অবস্থায় যেসব কাজ করা যায়- র. গ্রিডলাইন মোটা চিকন করা রর. গ্রিডলাইনে রং আরোপ করা ররর. গ্রিডলাইনে ছবি যুক্ত করা নিচের কোনটি সঠিক? ক.র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক.র ও রর ৮২. কোনটির ফলে যেকোনো তথ্য একবার আপডেট করলে অন্য সকল ফাইলে অবস্থিত একই তথ্য আপডেট হয়? ক. রিলেশন খ. ইনডেক্স গ. লিংক ঘ. ভেলিডেশন উত্তর:গ. লিংক ৮৩. ডেটাবেজে কোনটির ভিত্তিতে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়? ক. ফিল্ড খ. টেবিল গ. রেকর্ড ঘ. ফাইল উত্তর:ক. ফিল্ড ৮৪. কিসের জন্য রিলেশন তৈরি করা হয়? ক. তথ্য সংগ্রহ খ. তথ্য সংরক্ষণ গ. তথ্য বিনিময় ঘ. তথ্য বিশ্লেষণ উত্তর:গ. তথ্য বিনিময় ৮৫. ডেটাবেজে কোন উপায়ে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা হয়? ক. টেবিল তৈরি করে খ. কুয়েরি তৈরি করে গ. মডিউল তৈরি করে ঘ. রিপোর্ট তৈরি করে উত্তর:ক. টেবিল তৈরি করে ৮৬. উধঃধনধংব প্রোগ্রামে অংপবহফরহম আইকন কোন মেনুতে থাকে? ক. ঐড়সব খ. উধঃধংযববঃ গ. ঠরবি ঘ. ঞড়ড়ষং উত্তর:ক. ঐড়সব ৮৭. উধঃধ বিন্যস্তকরণের ফলে কোনটির অবস্থানের পরিবর্তন হবে? ক. উধঃধনধংব খ. গধপৎড় গ. ঞধনষব ঘ. জবপড়ৎফ উত্তর:ঘ. জবপড়ৎফ ৮৮. ঐড়সব মেনুর অংপবহফরহম আইকনে ঈষরপশ করলে ডেটাসমূহ কীভাবে বিন্যস্ত হবে? ক. বড় থেকে ছোট ক্রমের দিকে খ. ১ ৃ. ১০ ৃ. ৫০ অনুসারে গ. ছোট থেকে বড় ক্রমের দিকে ঘ. ঊাবহ থেকে ড়ফফ নাম্বার এর দিকে উত্তর:গ. ছোট থেকে বড় ক্রমের দিকে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়