শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৫৩. ডেটাবেজ মূলত গঠিত হয়-

র. কলামের সমন্বয়ে

রর. টেবিলের সমন্বয়ে

ররর. সারির সমন্বয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: খ. র ও ররর

৫৪. ষাটের দশকে-

র. ডেটাবেজ ধারণা ব্যাপকতা লাভ করে

রর. কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা রাখা শুরু হয়

ররর. একটি ডেটা টেবিলের সমন্বয়ে একটি ডেটাবেজ গঠিত হতো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. রর ও ররর

৫৫. ডেটাবেজের আওতায় থাকতে পারে-

র. কুয়েরি রর. রিপোর্ট ররর. মডিউল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৫৬. জাবেদ আলী তার অফিসের তথ্য ব্যবস্থাপনার কাজে ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করবেন। এজন্য তিনি যেসব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন-

র. মাইক্রোসফট ওয়ার্ড

রর. ফক্সবেইজ

ররর. ওরাকল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:গ. রর ও ররর

৫৭. ডেটাবেজ হলো-

র. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি

রর. তথ্যের মহাসড়ক

ররর. তথ্যভান্ডার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

৫৮. ডেটাবেজ এর মাধ্যমে-

র. সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করা যায়

রর. সংরক্ষিত উপাত্ত পুনরুদ্ধার করা যায়

ররর. প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৫৯. ডেটাবেজে তথ্যগুলো-

র. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত থাকে

রর. বিভিন্ন নামে সংরক্ষণ করা হয়

ররর. বিভিন্ন নথিতে সংরক্ষণ করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :

নিচে একটি কারখানার কয়েকজন শ্রমিকের তথ্য ডেটাবেজ আকারে দেওয়া হলো:

ঝষ ঘড়

ঘধসব

অমব

উধঃব ড়ভ ইরৎঃয

ঠরষষধমব

টহরড়হ

১.

অনঁষ কধংবস

২৭

০২.০২.১৯৮৭

ঞবঢ়ৎধ

কধহধরযধঃ

২.

গ.অ. কযধষবশ

৩৮

০১.০১.১৯৭৬

ঘধৎফধ

ইযধৎধহঃধৎধ

৩.

ছঁফফঁং গরধ

৩৫

০২.০৪.১৯৭৯

ইধংধরষ

জধঁশযধষর

৪.

ঐধসরফ ঝযবরশয

৫০

০৩.০৪.১৯৬৪

উযধশঢ়ড়ৎধ

উরংযড়হবৎধ

৬০. ঝখ. ঘধসব, অমব, উধঃব ড়ভ ইরৎঃয, ঠরষষধমব, টহরড়হ নামের প্রত্যেকটি কলামকে কী বলা হয়?

ক. সারি খ. রেকর্ড

গ. ফিল্ড ঘ. ডেটা

উত্তর:গ. ফিল্ড

৬১. উপরের ডেটাবেজটিতে ফিল্ড ও রেকর্ডের সংখ্যা কত?

ক. ৩টি ফিল্ড ও ৬টি রেকর্ড

খ. ৬টি ফিল্ড ও ৪টি রেকর্ড

গ. ৪টি ফিল্ড ও ৬টি রেকর্ড

ঘ. ৪টি ফিল্ড ও ৩টি রেকর্ড

উত্তর:খ. ৬টি ফিল্ড ও ৪টি রেকর্ড

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :

লিয়াকত হোসেন একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করলেন। তিনি তথ্যগুলো বিভিন্নভাবে এবং বিভিন্ন উপায়ে যেকোনো সময় তার তথ্যভান্ডার থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।

৬২. শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণে লিয়াকত হোসেন কোন সফটওয়্যারটি ব্যবহার করেছেন?

ক. ওরাকল খ. এক্সেল

গ. ব্রেইন ঘ. পান্ডা

উত্তর:ক. ওরাকল

৬৩. লিয়াকত হোসেন উক্ত সফটওয়্যার ব্যবহার করার ফলে-

র. সংগৃহীত তথ্যগুলো সুরক্ষিত থাকবে

রর. যেকোনো তথ্য অতি সহজে খুঁজে পাবে

ররর. সিদ্ধান্ত নিতে সুবিধা হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৬৪. ডেটাবেজে কীভাবে অজস্র ডেটা সুসংগঠিত করে রাখা যায়?

ক. টেবিল তৈরি করে

খ. লাইন তৈরি করে

গ. চিহ্ন স্মারক দিয়ে

ঘ. সংখ্যা দিয়ে

উত্তর:ক. টেবিল তৈরি করে

৬৫. কিসের মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাজটির প্রয়োজনীয় তথ্য সহজে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়

ক. ওয়াড প্রসেসর খ. স্প্রেডশিট এনালাইসিস

গ. ডেটাবেজ

ঘ. এডোবি ফটোশপ

উত্তর:গ. ডেটাবেজ

৬৬. কোথায় সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে যেকোনো তথ্য খুব সহজে এবং দ্রম্নত বের করা যায়?

ক. ওয়ার্ড প্রসেসিং-এ

খ. স্প্রেডশিট এনালাইসিস

গ. এডোবি ফটোশপ

ঘ. ডেটাবেজ

উত্তর: ঘ. ডেটাবেজ

৬৭. ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে কী তৈরি করা যায়?

ক. ফিল্ড লেবেল খ. ইনভেন্টরি লেবেল

গ. মেইলিং লেবেল ঘ. ডিবেজ লেবেল

উত্তর:গ. মেইলিং লেবেল

\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে