২২. আগরতলা মামলার আসামি হিসেবে সমর্থনযোগ্য নাম হলো-
র. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রর. সার্জেন্ট সামসুল হক
ররর. মাহফুজুল বারী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২৩. জাতীয় পরিষদের মোট সদস্যসংখ্যা কত ছিল?
ক. ২১৩ খ. ৩১৩
গ. ৩৩০ ঘ. ৩৫০
উত্তর :খ. ৩১৩
২৪. স্বাধীন বাংলার বিপস্নবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ছিল?
ক. সাভারে খ. মুজিবনগরে
গ. কালুরঘাটে ঘ. গাজীপুরে
উত্তর :গ. কালুরঘাটে
২৫. পাক-বাহিনী মুজিবনগর সরকারের শপথ গ্রহণের কত ঘণ্টা পর বোমা বর্ষণ করে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর :ক. ২
২৬. চরমপত্র কী?
ক. চিঠি খ. সাহিত্য
গ. প্রবন্ধ ঘ. অনুষ্ঠান
উত্তর :ঘ. অনুষ্ঠান
২৭. বঙ্গবন্ধুর শাসনামলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে-
র. বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায়
রর. দেশ পুনর্গঠনে বিদেশি সাহায্য নিশ্চিত করা
ররর. একলা চলো নীতি অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
২৮. রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
ক. প্রথম সংশোধনী খ. দ্বিতীয় সংশোধনী
গ. তৃতীয় সংশোধনী ঘ. চতুর্থ সংশোধনী
উত্তর :ঘ. চতুর্থ সংশোধনী
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিল মীরজাফর। তার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পলাশী যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হন।
২৯. অনুচ্ছেদে নবাবের সাথে বাংলার কোন নেতার তুলনা করা যায়?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ক্যাপ্টেন মুনসুর আলী
ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তর : খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩০. উক্ত নেতার মৃতু্যর ফলে-
র. বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়
রর. মুক্তিযুদ্ধের অর্জন মুছে ফেলার চেষ্টা করা হয়
ররর. দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও রর
উত্তর :ঘ. র, রর ও ররর
(মডেল টেস্ট ২)
১. ফা-হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
ক. গ্রিসের খ. পারস্যের
গ. রোমের ঘ. চীনের
উত্তর :ঘ চীনের
২. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
ক. কৌটিল্যের খ. কলহনের
গ. লামা তারনাথের ঘ. মিনহাজ-উস-সিরাজের
উত্তর : গ. লামা তারনাথের
৩. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানের বা ব্যক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
ক. লিখিত খ. পৌরাণিক
গ. সাহিত্যিক ঘ. প্রত্নতাত্ত্বিক
উত্তর :ঘ প্রত্নতাত্ত্বিক
৪. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
ক. সাহিত্য খ. দলিলপত্র
গ. শিলালিপি ঘ. বৈদেশিক বিবরণ
উত্তর : গ. শিলালিপি
৫. ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
ক. ইমারত খ. সাহিত্য
গ. নথিপত্র ঘ. জীবনী
উত্তর : ক. ইমারত
৬. কোনটি ইতিহাসের উপাদান নয়?
ক. কিংবদন্তি খ. সাহিত্য
গ. স্মৃতিস্তম্ভ ঘ. শিলা
উত্তর :ঘ. শিলা
৭. 'তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কী তার প্রাণ'? এখানে 'তাজমহলের পাথর' ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক. লিখিত খ. অলিখিত
গ. ভৌগোলিক ঘ. ঐতিহাসিক
উত্তর :খ. অলিখিত
৮. মিশরকে নীলনদের দান বলেছেন-
ক. ইখনাটন খ. ফারাও খুফু
গ. হেরোডোটাস ঘ. অ্যারিস্টটল
উত্তর :গ. হেরোডোটাস
৯. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
ক. সকল মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল বলে
খ. পুরোহিতরা দেশ শাসন করত বলে
গ. অভিজাতরা ধর্মের গুরুত্ব দিত বলে
ঘ. মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্মদ্বারা প্রভাবিত ছিল বলে
উত্তর :ঘ. মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্মদ্বারা প্রভাবিত ছিল বলে
১০. মিশরীয়দের সূর্য দেবতার নাম কী?
ক. 'রে' বা 'আমন রে' খ. ওসিরিস
গ. ইখনাটন ঘ. ঈশ্বর
উত্তর :ক. 'রে' বা 'আমন রে'
১১. নীলদের দেবতার নাম-
ক. ওসিরিস খ. ফারাও
গ. রে ঘ. এটম
উত্তর :ক ওসিরিস
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়