দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
৩৪. কম্পিউটারে ডেটাবেজ ফাইলের প্রচলন শুরু হয় কবে থেকে?
ক. ষাটের দশক খ. সত্তরের দশক
গ. আশির দশক ঘ. নব্বইয়ের দশক
উত্তর:ক. ষাটের দশক
৩৫. এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে?
ক. রেকর্ড খ. টেবিল
গ. ডেটাবেজ ঘ. সেল
উত্তর:গ. ডেটাবেজ
৩৬. প্যারাডক্স কোন ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং খ পাওয়ার পয়েন্ট
গ. স্প্রেডশিট প্রোগ্রাম ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
উত্তর: ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
৩৭. ফোর্থ ডাইমেনশন কী ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. স্প্র্রেডশিট
গ. ডেটাবেজ ঘ. পাওয়ার পয়েন্ট
উত্তর:গ. ডেটাবেজ
৩৮. কোনো কলামের ডেটার ধরন কী থেকে বোঝা যায়?
ক. টেবিল খ. ফাংশন
গ. সারি ঘ. শিরোনাম
উত্তর:ঘ. শিরোনাম
৩৯. ডেটাবেজ কলামের শিরোনামগুলোকে কী বলে?
ক. ডেটা খ. ফিল্ড
গ. ফাইল ঘ. ফোল্ডার
উত্তর:খ. ফিল্ড
৪০. প্রাথমিক অবস্থায় ডেটাবেজে কোনটি থাকে?
ক. কুয়েরি খ. রিপোর্ট
গ. ডেটা টেবিল ঘ. ফর্ম
উত্তর:গ. ডেটা টেবিল
৪১. ডেটাবেজে সারিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. সেল
গ. রেকর্ড ঘ. টেবিল
উত্তর:গ. রেকর্ড
৪২. ডেটাবেজ কোনটিতে ব্যবহৃত হয়?
ক. ঘড়ি খ. ক্যালকুলেটর
গ. টেলিফোন ঘ. কম্পিউটার
উত্তর:ঘ. কম্পিউটার
৪৩. বর্তমানে কোনটি ডেটাবেজের আওতায় বিদ্যমান?
ক. ওরাকল খ. মডিউল
গ. ডিবেজ ঘ. এক্সেল
উত্তর:খ. মডিউল
৪৪. কোনটি থেকে কলামের ডেটা বা তথ্য সম্পর্কে জানা যায়?
ক. হেডিং খ. রেকর্ড
গ. ফিল্ড ঘ. ফোল্ডার
উত্তর:ক. হেডিং
৪৫. ডেটাবেজ হচ্ছে-
র. কম্পিউটারভিত্তিক একটি পদ্ধতি
রর. সংগৃহীত উপাত্তের ভান্ডার
ররর. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৬. ডেটাবেজের সাহায্যে সংগৃহীত উপাত্ত-
র. সংরক্ষণ করা যায়
রর. পুনরুদ্ধার করা যায়
ররর. শ্রেণিবদ্ধ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৭. প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করা যায়-
র. বিভিন্ন উপায়ে
রর. বিভিন্ন আকারে
ররর. নির্দিষ্ট সময়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৮. ডেটাবেজ থেকে প্রয়োজনীয় উপাত্তকে শনাক্ত করা যায়-
র. বিভিন্ন উপায়ে
রর. খুব সহজে
ররর. দ্রম্নত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
৪৯. ডেটাবেজ হলো-
র. একটি সফটওয়্যার
রর. উপাত্তের সুসজ্জিত তালিকা
ররর. দ্রম্নত উপাত্ত শনাক্ত করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
৫০. ডেটাবেজকে "তথ্যব্যবস্থাপনা পদ্ধতি" বলার কারণ হলো এটি-
র. সংরক্ষিত তথ্যভান্ডার
রর. নির্মাণকাজে ব্যবহৃত হয়
ররর. ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
৫১. ডেটাবেজে বিভিন্ন শ্রেণির তথ্য বিভিন্ন নামে বা নথিতে সংরক্ষণ করা হয়। এর ফলে-
র. তথ্য সংরক্ষণ কম মেমোরি খরচ হয়
রর. প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়
ররর. কাজের সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: গ. রর ও ররর
৫২. সিরাজুল ইসলাম তার অফিসের কম্পিউটারে ডেটাবেজ সফটওয়্যার ইনস্টল করে নিয়েছেন। এই সফটওয়্যারটির সাহায্যে তিনি করতে পারেন-
র. ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ
রর. হিসাব সংরক্ষণ ও লেখালেখির কাজ
ররর. তথ্য অনুসন্ধান ও তথ্য সাজানোর কাজ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়