৩৪. কম্পিউটারে ডেটাবেজ ফাইলের প্রচলন শুরু হয় কবে থেকে?
ক. ষাটের দশক খ. সত্তরের দশক
গ. আশির দশক ঘ. নব্বইয়ের দশক
উত্তর:ক. ষাটের দশক
৩৫. এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে?
ক. রেকর্ড খ. টেবিল
গ. ডেটাবেজ ঘ. সেল
উত্তর:গ. ডেটাবেজ
৩৬. প্যারাডক্স কোন ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং খ পাওয়ার পয়েন্ট
গ. স্প্রেডশিট প্রোগ্রাম ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
উত্তর: ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
৩৭. ফোর্থ ডাইমেনশন কী ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. স্প্র্রেডশিট
গ. ডেটাবেজ ঘ. পাওয়ার পয়েন্ট
উত্তর:গ. ডেটাবেজ
৩৮. কোনো কলামের ডেটার ধরন কী থেকে বোঝা যায়?
ক. টেবিল খ. ফাংশন
গ. সারি ঘ. শিরোনাম
উত্তর:ঘ. শিরোনাম
৩৯. ডেটাবেজ কলামের শিরোনামগুলোকে কী বলে?
ক. ডেটা খ. ফিল্ড
গ. ফাইল ঘ. ফোল্ডার
উত্তর:খ. ফিল্ড
৪০. প্রাথমিক অবস্থায় ডেটাবেজে কোনটি থাকে?
ক. কুয়েরি খ. রিপোর্ট
গ. ডেটা টেবিল ঘ. ফর্ম
উত্তর:গ. ডেটা টেবিল
৪১. ডেটাবেজে সারিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. সেল
গ. রেকর্ড ঘ. টেবিল
উত্তর:গ. রেকর্ড
৪২. ডেটাবেজ কোনটিতে ব্যবহৃত হয়?
ক. ঘড়ি খ. ক্যালকুলেটর
গ. টেলিফোন ঘ. কম্পিউটার
উত্তর:ঘ. কম্পিউটার
৪৩. বর্তমানে কোনটি ডেটাবেজের আওতায় বিদ্যমান?
ক. ওরাকল খ. মডিউল
গ. ডিবেজ ঘ. এক্সেল
উত্তর:খ. মডিউল
৪৪. কোনটি থেকে কলামের ডেটা বা তথ্য সম্পর্কে জানা যায়?
ক. হেডিং খ. রেকর্ড
গ. ফিল্ড ঘ. ফোল্ডার
উত্তর:ক. হেডিং
৪৫. ডেটাবেজ হচ্ছে-
র. কম্পিউটারভিত্তিক একটি পদ্ধতি
রর. সংগৃহীত উপাত্তের ভান্ডার
ররর. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৬. ডেটাবেজের সাহায্যে সংগৃহীত উপাত্ত-
র. সংরক্ষণ করা যায়
রর. পুনরুদ্ধার করা যায়
ররর. শ্রেণিবদ্ধ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৭. প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করা যায়-
র. বিভিন্ন উপায়ে
রর. বিভিন্ন আকারে
ররর. নির্দিষ্ট সময়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৮. ডেটাবেজ থেকে প্রয়োজনীয় উপাত্তকে শনাক্ত করা যায়-
র. বিভিন্ন উপায়ে
রর. খুব সহজে
ররর. দ্রম্নত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
৪৯. ডেটাবেজ হলো-
র. একটি সফটওয়্যার
রর. উপাত্তের সুসজ্জিত তালিকা
ররর. দ্রম্নত উপাত্ত শনাক্ত করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
৫০. ডেটাবেজকে "তথ্যব্যবস্থাপনা পদ্ধতি" বলার কারণ হলো এটি-
র. সংরক্ষিত তথ্যভান্ডার
রর. নির্মাণকাজে ব্যবহৃত হয়
ররর. ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
৫১. ডেটাবেজে বিভিন্ন শ্রেণির তথ্য বিভিন্ন নামে বা নথিতে সংরক্ষণ করা হয়। এর ফলে-
র. তথ্য সংরক্ষণ কম মেমোরি খরচ হয়
রর. প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়
ররর. কাজের সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: গ. রর ও ররর
৫২. সিরাজুল ইসলাম তার অফিসের কম্পিউটারে ডেটাবেজ সফটওয়্যার ইনস্টল করে নিয়েছেন। এই সফটওয়্যারটির সাহায্যে তিনি করতে পারেন-
র. ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ
রর. হিসাব সংরক্ষণ ও লেখালেখির কাজ
ররর. তথ্য অনুসন্ধান ও তথ্য সাজানোর কাজ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:খ. র ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়