দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১২. কোনটি সংগৃহীত উপাত্তের ভান্ডার যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা হয়?
ক. ডেটাবেজ খ. ব্রাউজার
গ. ওএস ঘ. উইন্ডোজ
উত্তর: ক. ডেটাবেজ
১৩. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি?
ক. ডেটাবেজ খ. মাইক্রোসফট
গ. গ্রাফিক্স ঘ. মাল্টিমিডিয়া
উত্তর: ক. ডেটাবেজ
১৪. অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা, যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রম্নত এবং খুব সহজেই শনাক্ত করার উপায় থাকে তাকে কী বলা হয়?
ক. ওয়ার্ড প্রসেসর
খ. স্প্রেডশিট
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ডেটাবেজ
উত্তর: ঘ. ডেটাবেজ
১৫. কোন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার ও বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়?
ক. ওয়ার্ড প্রসেসর খ. ব্রাউজার
গ. ডেটাবেজ ঘ. সার্চ ইঞ্জিন
উত্তর:গ. ডেটাবেজ
১৬. একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যেকোনো মুহূর্তে তথ্য আহরণ করেন কোনটি থেকে?
ক. ওয়েব ব্রাউজার খ. ডেটাবেজ
গ. ওয়ার্ড প্রসেসর ঘ. প্রেজেন্টেশন সফটওয়্যার
উত্তর: খ. ডেটাবেজ
১৭. ডেটাবেজকে কী হিসেবে উলেস্নখ করা হয়?
ক. তথ্য সরবরাহ পদ্ধতি খ. তথ্য সংরক্ষণ পদ্ধতি
গ. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি ঘ. তথ্য পুনরুদ্ধার পদ্ধতি
উত্তর: গ. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি
১৮. উইগঝ-এর পূর্ণরূপ-
ক. উধঃধরিংব গধহধমবসবহঃ ঝুংঃবস
খ. উধঃধনধংব গধহধমবসবহঃ ঝুংঃবস
গ. উধঃধনরঃ গধহধমবসবহঃ ঝুংঃবস
ঘ. উধঃধনুঃব গধহধমবসবহঃ ঝুংঃবস
উত্তর:খ. উধঃধনধংব গধহধমবসবহঃ ঝুংঃবস
১৯. ডেটাবেজকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলা হয় কেন?
ক. ডেটাবেজের তথ্য দীর্ঘ পরিকল্পনায় ব্যবহৃত হয়
খ. ডেটাবেজের তথ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়
গ. ডেটাবেজের তথ্য উপস্থাপনার কাজে ব্যবহৃত হয়
ঘ. ডেটাবেজের তথ্য ব্যবসায়ের কাজে ব্যবহৃত হয়
উত্তর: খ. ডেটাবেজের তথ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়
২০. একটি ডেটাবেজ কী দ্বারা গঠিত?
ক. ফিল্ড ও কলাম খ. কলাম ও সারি
গ. ফিল্ড ও ফাইল ঘ. কলাম ও ফিল্ড
উত্তর:খ. কলাম ও সারি
২১. ডেটাবেজের প্রত্যেকটি কলামে একটি করে কী থাকে?
ক. শিরোনাম খ. সূচিপত্র
গ. ফাংশন ঘ. ফর্মুলা
উত্তর:ক. শিরোনাম
২২. ডেটাবেজের কলামে কী ধরনের ডেটা আছে তা কী দ্বারা বোঝা যায়?
ক. সংখ্যা খ. ফর্মুলা
গ. টেবিল ঘ. শিরোনাম
উত্তর:ঘ. শিরোনাম
২৩. ডেটাবেজের হেডিং বা শিরোনামগুলো কী নামে পরিচিত?
ক. ওয়ার্ক খ. ফিল্ড
গ. ডেটাবেজ ঘ. গোল্ড
উত্তর:খ. ফিল্ড
২৪. ডেটাবেজে পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কী গঠিত হয়?
ক. টেবিল খ. ছক
গ. সারি ঘ. সেল
উত্তর:গ. সারি
২৫. ডেটাবেজের প্রতিটি সারিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. ফর্মুলা
গ. সেল ঘ. রেকর্ড
উত্তর:ঘ. রেকর্ড
২৬. রোহান তার অফিসের একটি ডেটাবেজ ফাইল ওপেন করল। ফাইলটির কোন কলামে কী ধরনের তথ্য আছে তা সে কী দেখে বুঝতে পারবে?
ক. রেকর্ড খ. সূচিপত্র
গ. টেবিল ঘ. শিরোনাম
উত্তর:ঘ. শিরোনাম
২৭. একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী তৈরি হয়?
ক. রেকর্ড খ. সারণি
গ. টেবিল ঘ. ফিল্ড
উত্তর:ক. রেকর্ড
২৮. কখন থেকে কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়?
ক. চলিস্নশের দশক খ. ষাটের দশক
গ. আশির দশক ঘ. নব্বইয়ের দশক
উত্তর:খ. ষাটের দশক
২৯. ষাটের দশকে একটি ডেটাটেবিলের সমন্বয়ে কয়টি ডেটাবেজ গঠিত হতো?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
উত্তর:ক. ১
৩০. তথ্যসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে?
ক. এক্সেস খ. ডেটাবেজ
গ. ডিবেজ ঘ. ফিল্ড
উত্তর:খ. ডেটাবেজ
৩১. ফক্সবেইজ কী ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগাম
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. ডেটাবেজ ফাইল
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
উত্তর:ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
৩২. প্রাথমিক অবস্থায় ডেটাবেজ-এ কোনটি ছিল?
ক. কুয়েরি খ. ফর্ম
গ. ডেটা টেবিল ঘ. মডিউল
উত্তর:গ. ডেটা টেবিল
৩৩. কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
ক. মডিউল খ. কুয়েরি
গ. প্যারাডক্স ঘ. ফর্ম
উত্তর:গ. প্যারাডক্স
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়