শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং

ফাহাদ হোসেন সহকারী শিক্ষক, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি, নারায়ণগঞ্জ
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং

মডেল টেস্ট-০২

১.৩,০০,০০০ টাকা বিনিয়োগে নিট মুনাফা ১৮.৭ লক্ষ টাকা এবং অপচয় ৩৫.৩ লক্ষ টাকা হলে নগদ প্রবাহের পরিমাণ কত?

ক. ১৭ লক্ষ টাকা খ. ৩৫.৩ লক্ষ টাকা

গ. ৫৬ লক্ষ টাকা ঘ. ৫৪ লক্ষ টাকা

উত্তর:ঘ. ৫৪ লক্ষ টাকা

২. মূলধন বাজেটিং-এর অধিকাংশ অনুমান কোন প্রেক্ষিতে করা হয়?

ক. বর্তমানের প্রেক্ষিতে

খ. অতীতের প্রেক্ষিতে

গ. ভবিষ্যতের প্রেক্ষিতে

ঘ. সবক'টি

উত্তর:গ. ভবিষ্যতের প্রেক্ষিতে

৩. অইঈ লি.-এর নতুন প্রকল্পের গড় নিট মুনাফা ৫৮,০০০ টাকা এবং গড় মুনাফার হার ১৬% হলে, প্রকল্পটির গড় বিনিয়োগ কত ছিল?

ক. ২৯,০০০ টাকা খ. ৪৮,৭২০ টাকা

গ.৫৮,০০০ টাকা ঘ. ৩,৬২,৫০০ টাকা

উত্তর:ঘ. ৩,৬২,৫০০ টাকা

৪. একটি কোম্পানির নির্ধারিত গড় মুনাফার হার ২৮%। কিন্তু কোনো একটি প্রকল্পের গড় মুনাফা হার যদি ২৬% হয়, তাহলে প্রকল্পটি-

ক. গ্রহণযোগ্য খ. বর্জিত হবে

গ. বাতিলযোগ্য নয় ঘ. অগ্রহণযোগ্য নয়

উত্তর: খ. বর্জিত হবে

৫. ২০% মূলধন ব্যয়সম্পন্ন কোনো কোম্পানি যদি ১৩% আয়সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের ফলাফল কী?

ক. ২০% হারে মুনাফা খ. ৭% হারে মুনাফা

গ. ৭% হারে ক্ষতি ঘ.৩৩% হারে ক্ষতি

উত্তর: গ. ৭% হারে ক্ষতি

৬. এবি ট্রেডার্স লি. ১২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে যা ৭% হারে প্রতি বছর বৃদ্ধি পায় এবং প্রতি শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। এক্ষেত্রে শেয়ার মূলধন ব্যয় হবে-

ক. ৮% খ. ৯%

গ. ১০% ঘ. ১৫%

উত্তর:ঘ. ১৫%

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা যার ৭০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়।

৭. বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত?

ক.২০ লক্ষ খ. ৪০ লক্ষ

গ. ৩০ লক্ষ ঘ. ৭০ লক্ষ

উত্তর:গ. ৩০ লক্ষ

৮. মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন-

র. তহবিলের সুযোগ ব্যয়

রর. গড় মূলধন ব্যয়

ররর. সর্বনিম্ন মূলধন ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৯. স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় হয়-

র. সাধারণ শেয়ার

রর. মিউচু্যয়াল ফান্ড

ররর. ডিবেঞ্চার ও বন্ড

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১০. বিনিময় প্রথা কী?

ক. চাহিদার প্রয়োজনে দ্রব্য

খ. আদিম জীবন ব্যবস্থা

গ. দ্রব্যের বিনিময়ে দ্রব্য

ঘ. সনাতন জীবন ব্যবস্থা

উত্তর:গ. দ্রব্যের বিনিময়ে দ্রব্য

১১. বাংলাদেশ ব্যাংক-এর কার্যক্রম কখন থেকে কার্যকর হয়?

ক. ১৬ ডিসেম্বর ১৯৭১ খ. ২৬ মার্চ ১৯৭১

গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ ঘ. ২৬ মার্চ ১৯৭২

উত্তর: ক. ১৬ ডিসেম্বর ১৯৭১

১২. কোনটি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক. মূলধন সরবরাহ খ. প্রত্যয়পত্র ইসু্য

গ. অর্থ স্থানান্তর ঘ. দেনা-পাওনা নিষ্পত্তি

উত্তর:খ. প্রত্যয়পত্র ইসু্য

১৩.বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে-

র. ট্রাভেলার চেক হতে

রর. সংরক্ষিত তহবিল হতে

ররর. ব্যাংক ড্রাফট হতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: খ. র ও ররর

১৪. ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস কী?

ক. ঋণ খ. আমানত

গ. শেয়ার ঘ.সিকিউরিটি

উত্তর:খ. আমানত

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মি. করিম একজন ব্যবসায়ী। তার প্রাইম ব্যাংকে একটি হিসাব আছে। তিনি ব্যাংকের নিকট হতে সাভারের বাড়ির বিপরীতে ৪ বছর মেয়াদি একটি ঋণ নেয়। কিন্তু ব্যবসায়ে লোকসানের কারণে তিনি সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি।

১৫. খলিল সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের?

ক. ক্ষুদ্র ঋণ খ. স্বল্প মেয়াদি ঋণ

গ. বন্ধকী ঋণ ঘ. সাধারণ ঋণ

উত্তর:গ. বন্ধকী ঋণ

১৬. করিম সাহেব তার পাওনা পরিশোধ করতে না পারায় প্রাইম ব্যাংক তার পাওনা উদ্ধার করতে পারে-

র. বন্ধকি সম্পত্তি ক্রোকের মাধ্যমে

রর. বাংলাদেশ ব্যাংকের নিকট হতে অনুদান প্রাপ্তির মাধ্যমে

ররর. বন্ধকি সম্পত্তি বিক্রির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে