শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১৯৬. যথাযথ ঈযবপশ করার পর সম্পাদনের উইন্ডোতে ফিরে যেতে চাইলে তাকে কোন কবু চাপতে হবে?

ক. ঐড়সব খ. ঊহফ

গ. ঋ৬ ঘ. ঊঝঈ

উত্তর: ঘ. ঊঝঈ

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৭ ও ১৯৮ নং প্রশ্নের উত্তর দাও :

রিজভি তার ক্লাসে উপস্থাপনের জন্য একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টশন তৈরি করল। সে জানে যে সাধারণত একটির পর একটি করে স্স্নাইড প্রদর্শন করা হয়। সে একটি স্স্নাইড থেকে পরবর্তী স্স্নাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করতে চাইল।

১৯৭. উপরিউক্ত ইফেক্টকে কী বলে?

ক. ট্রান্সমিশন খ. ট্রানজিশন

গ. রিকুইজিশন ঘ. সোলিডারেশন

উত্তর: খ. ট্রানজিশন

১৯৮. পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে কোন মেনুর রিবনে উক্ত ইফেক্টের একসারি নমুনা পাওয়া যাবে?

ক. ঋরষব খ. ঊফরঃ

গ. অহরসধঃরড়হং ঘ. ঞড়হি

উত্তর: গ. অহরসধঃরড়হং

১৯৯. কম্পিউটার ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি বিশ্বব্যাপী জনপ্রিয়?

ক. ইমেজ ভিউয়ার খ. এডোবি ফটোশপ

গ. অ্যাপল ফটোশপ

ঘ. ইমেজ এডিটর

উত্তর: খ. এডোবি ফটোশপ

২০০. কি রূপ ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়?

ক. অ্যানালগ খ. কোডাক

গ. ডিজিটাল ঘ. কোনিকা

উত্তর: গ. ডিজিটাল

৬ষ্ঠ অধ্যায়

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি

ডেটাবেজ : ডেটাবেজ হলো কম্পিউটারভিত্তিক একটি পদ্ধতি, যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। সহজ ভাষায়, ডেটাবেজ হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা, যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রম্নত এবং ঘুব সহজেই শনাক্ত করার উপায় রয়েছে।

ডেটাবেজ উপাদান : ডেটাবেজ মূলত কলাম ও সারির সমন্বয়ে গঠিত। প্রতিটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকেই বোঝা যায় সেই কলামে কী ধরনের ডেটা বা তথ্য আছে।

ডেটাবেজ সফটওয়্যার : কম্পিউটারে ডেটাবেজের কাজ প্রধানত মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারের সাহায্যে করা হয়।

ডেটার বর্ণানুক্রমিক ও সংখ্যানুক্রমিক বিন্যাস : কোনো ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেজকে বর্ণানুক্রমিক ও সংখ্যানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়। বর্ণানুক্রমিক ও সংখ্যানুক্রমিক বিন্যাস, আরোহী এবং অবরোহী উভয় পদ্ধতিতেই করা যায়।

কুয়েরি : শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কুয়েরি আকারে তথ্য সংরক্ষণ করতে হয়। কুয়েরি আকারে সংগৃহীত তথ্য সরাসরি মুদ্রণ দেওয়া যায়।

রিপোর্ট : সাধারণত রিপোর্ট আকারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয়। সম্পূর্ণ ডেটাবেজ বা কুয়েরি ফাইলের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা যেতে পারে।

১. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

ক. ডেটাবেজ সফটওয়্যার

খ. স্প্রেডশিট সফটওয়্যার

গ. প্রেজেন্টেশন সফটওয়্যার

ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

উত্তর: ক. ডেটাবেজ সফটওয়্যার

২. ঋরবষফ ঘধসব-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?

ক. ঈৎবধঃব খ. ঋরবষফ হধসব

গ. ঋরবষফ ঝরুব ঘ. উবংরমহ ঠরব

ি

উত্তর: গ. ঋরবষফ ঝরুব

৩. ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে-

র. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়

রর. কাঙ্ক্ষিত তথ্য দ্রম্নত উপস্থাপন করা যায়

ররর. প্রয়োজনীয় রেকর্ডসমূহ সহজে পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

নিচের লেখাটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

মালেকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি তার গার্মেন্টসের সুষ্ঠু পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান।

৪. মালেকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষা উপযোগী?

ক. ডেটাবেজ সফটওয়্যার

খ. স্প্রেডশিট সফটওয়্যার

গ. প্রেজেন্টেশন সফটওয়্যার

ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

উত্তর: ক. ডেটাবেজ সফটওয়্যার

৫. উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালেকা বেগম-

র. গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ রাখতে পারবে

রর. সহজেই নতুন তথ্য যোগ করতে পারবে

ররর. অফিস ব্যবস্থাপনা ব্যয় হ্রাস করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৮. ডেটাবেজকে কী বলা হয়?

ক. তথ্যভান্ডার খ. সংখ্যাভান্ডার

গ. উপাত্তভান্ডার ঘ. শব্দভান্ডার

উত্তর: ক. তথ্যভান্ডার

৯. ডেটাবেজ কী ভিত্তিক পদ্ধতি?

ক. মোবাইল খ. টেলিফোন

গ. ম্যাগাজিন ঘ. কম্পিউটার

উত্তর: ঘ. কম্পিউটার

১০. যে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কী বলে?

ক. ওয়েব সাইট খ. সার্চ ইঞ্জিন

গ. ডেটাবেজ ঘ. অপারেটিং সিস্টেস

উত্তর: গ. ডেটাবেজ

১১. সংগৃহীত উপাত্তের ভান্ডারকে কী বলে?

ক. ডেটা খ. গ্রাফ

গ. ডেটাবেজ ঘ. প্রোগ্রাম

উত্তর: গ. ডেটাবেজ

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে