দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৮৪. স্স্নাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য-
র. স্স্নাইডটি খোলা রাখতে হবে
রর. ইধপশমৎড়ঁহফ ঝঃুষব ড্রপ-ডাউন বার-এ ক্লিক করতে হবে
ররর. ঋড়ৎসধঃ ইধপশমৎড়ঁহফ ঝবষবপঃ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
১৮৫. ইধপশমৎড়ঁহফ ঝঃুষব ড্রপ-ডাউন বার-এ ক্লিক করলে-
র. গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে
রর. স্স্নাইডটির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ঈড়ষড়ৎ যুক্ত করা যাবে
ররর. স্স্নাইড ডিলিট হওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
১৮৬. আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য-
র. ঋড়ৎসধঃ ইধপশমৎড়ঁহফ ডায়ালগ বক্সের ঝড়ষরফ ভরষষ রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে
রর. ঈড়ষড়ৎ ড্রপ-ডাউন তীরে ক্লিক করে রঙের প্যালেট আনতে হবে
ররর. প্যালেট থেকে পার্পল রং সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
১৮৭. নিলয় তার প্রেজেন্টেশনের স্স্নাইডে কিছু ছবি যুক্ত করবে। এজন্য তাকে-
র. ওহংবৎঃ মেনুর রিবন চরপঃঁৎব আইকনের উপর ঈষরপশ করতে হবে
রর. ওহংবৎঃ চরপঃঁৎব ডায়ালগ বক্স ব্যবহার করতে হবে
ররর. ঋরষব মেনুর চরপঃঁৎব আইকন ব্যবহার করা যেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
১৮৮. পাওয়ার পয়েন্টে কোনো একটি ছবিকে-
র. মনিটর পর্দার সাথে ৪৫ক্ক কোণে স্থাপন করা যায়
রর. রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকারে ছোট-বড় করা যায়
ররর. ড্র্যাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: গ. রর ও ররর
১৮৯. পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্স্নাইডে ট্রানজিশন যুক্ত করার জন্য-
র. দ্বিতীয় স্স্নাইডটি খোলা রাখতে হবে
রর. অহরসধঃরড়হং মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে
ররর. অহরসধঃরড়হং মেনুর রিবনে একসারি স্স্নাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: গ. রর ও ররর
১৯০. প্রেজেন্টেশনের সবগুলো স্স্নাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে-
র. প্রথম স্স্নাইড ট্রানজিশন আরোপ করতে হবে
রর. নমুনার সারির বাম দিকে অঢ়ঢ়ষু :ড় অষষ বোতামে ক্লিক করতে হবে
ররর. নমুনার সারির ডানদিকে অঢ়ঢ়ষু :ড় অষষ বোতামে ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: খ. র ও ররর
১৯১. টেক্সট বক্সে ট্রানজিশন প্রয়োগের জন্য-
র. দ্বিতীয় স্স্নাইডটি খোলা রাখতে হবে
রর. প্রথম টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে
ররর. অহরসধঃরড়হং মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
১৯২. স্স্নাইডে ভিডি যুক্ত করার ক্ষেত্রে ডযবহ ঈষরপশবফ বোতামে ক্লিক করলে-
র. বার্তা বক্স চলে যাবে
রর. স্স্নাইডে ভিডিও ফাইল স্থাপিত হবে
ররর. উবংশঃড়ঢ় চলে আসবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৩ ও ১৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
সামিনা হক একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সহকারী সেলস ম্যানেজার। আজ তাদের একটি মিটিং রয়েছে যেখানে তাকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সেলস-এর সর্বশেষ হালচিত্র তুলে ধরতে হবে।
১৯৩. উক্ত কাজের জন্য সামিনা হক কোন সফটওয়্যার ব্যবহার করবে?
ক. ওয়ার্ড খ. এক্সেল
গ. এক্সেস ঘ. পাওয়ার পয়েন্ট
উত্তর: ঘ. পাওয়ার পয়েন্ট
১৯৪. উক্ত সফটওয়্যারটি কোন কোম্পানি তৈরি করেছে?
ক. মাইক্রোসফট খ. অ্যাপল
গ. গুগল ঘ. অ্যামাজন
উত্তর: ক. মাইক্রোসফট
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৫ ও ১৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
সীমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাঁচটি স্স্নাইড তৈরি করল। কাজ শেষে সে দেখে নিতে চাইল তৈরি স্স্নাইডগুলো যথাযথ হয়েছে কিনা।
১৯৫. উপরিউক্ত উদ্দেশ্যে সে--
র. কীবোর্ডের ঋ৫ বোতাম চাপ দিতে পারে
রর. ঠরবি মেনুর রিবন থেকে ঝষরফব ঝযড়ি সিলেক্ট করতে পারে।
ররর. স্ট্যাটাস বার-এ ঝষরফব ঝযড়ি আইকন ক্লিক করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়