প্রশ্ন : সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তর : আসিসি।
প্রশ্ন : লাটভিয়ার কোন রাজধানী কখনও কখনও 'বাল্টিকের প্যারিস' নামে পরিচিত?
উত্তর : রিগা।
প্রশ্ন : কোনটি পারমাণবিক চুলিস্নতে 'একটি মডারেটর' হিসাবে ব্যবহৃত হয়?
উত্তর : গ্রাফাইট।
প্রশ্ন : ভিটামিন ক-এর রাসায়নিক নাম কী?
উত্তর : ফাইলোকুইন
প্রশ্ন : কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তর : ইরান।
প্রশ্ন : কেঁচোর গমন অঙ্গের নাম কি?
উত্তর : সিটা
প্রশ্ন : টাইপসেটিংগুলি কী কী যা শুধুমাত্র পাঠ্য তৈরি করে?
উত্তর : হট-মেটাল টাইপসেটিং এবং ফটোটাইপসেটিং।
প্রশ্ন : শেকসপিয়রের ওথেলো নাটকের প্রধান প্রতিপক্ষের নাম কী?
উত্তর : ইয়াগো।
প্রশ্ন্ন : জর্জ অরওয়ালের মতে, কে আমাদের দেখছে?
উত্তর : বড় ভাই।
প্রশ্ন : পর্যায় সারণীতে রাসায়নিক চিহ্ন ঝহ দ্বারা কোন উপাদানকে চিহ্নিত করা হয়?
উত্তর : টিন।
প্রশ্ন : গ্রিক পুরাণে ডানাওয়ালা ঘোড়ার নাম কী?
উত্তর : পেগাসাস।
প্রশ্ন : হেনরি অষ্টম-এর কতজন স্ত্রীকে ক্যাথরিন বলা হতো?
উত্তর : ৩ জন।
প্রশ্ন : ২০২১ সালে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় মেয়েদের নাম কী ছিল?
উত্তর : অলিভিয়া।