রবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) 'মানবিক শৃঙ্খলার গবেষণা প্রবন্ধ : রীতি ও কৌশল' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে অ্যাকাডেমিক ভবন-৩ এ ২৩ জানুয়ারি এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. শাহ্‌ আজম শান্তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফিরোজ আহমদ। সেমিনারে বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ডক্টর স্বরোচিষ সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।