বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১৭১. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা অত্যধিক গুরুত্ব লাভ করেছে-

র. গবেষকদের মধ্যে

রর. শিক্ষাবিদদের মধ্যে

ররর. সমাজকর্মীদের মধ্যে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৭২. তথ্যের ভান্ডার সবার মধ্যে সহজলভ্য করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে-

র. সভা

রর. সেমিনার-সিম্পোজিয়াম

ররর. কর্মশালা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৭৩. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা হয়-

র. সেমিনার-সিম্পোজিয়ামে

রর. কর্মশালায়

ররর. মিছিলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৭৪. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের সাহায্যে-

র. সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করা যায়

রর. শিক্ষক ক্লাসে লেকচার উপস্থাপন করতে পারে

ররর. ছাত্রছাত্রীরা রিসার্সের বিষয় ক্লাসে উপস্থাপন করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১৭৫. পাওয়ার পয়েন্টের সাহায্যে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করার জন্য সমন্বয় করা হয়-

র. লেখা ও ছবির রর. অডিও ও ভিডিও'র ররর. গ্রাফ ও ছকের

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১৭৬. শাকিল তার কম্পিউটারে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলবে। এজন্য তাকে-

র. পর্দার নিচের দিকে বাম কোণে ঝঃধৎঃ বোতাম ব্যবহার করতে হবে

রর. ঝঃধৎঃ বোতামের ওপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে মেনু আনতে হবে

ররর. ডেস্কটপ পরপর দুইবার ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৭৭. মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রথম সস্নাইডের পর্দার মূল অংশের বক্সের মধ্যে-

র. ঈষরপশ :ড় ধফফ :রঃষব লেখা থাকে

রর. ঈষরপশ :ড় ধফফ ংঁনঃরঃষব লেখা থাকে

ররর. ঈষরপশ :ড় ধফফ রসধমব লেখা থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৭৮. পাওয়ার পয়েন্ট-এর প্রথম সস্নাইডের পর্দার মূল অংশের বক্সে লেখা দুটিতে ক্লিক করলে-

র. টেক্সট বক্স দৃশ্যমান হবে

রর. টেক্স ইটালিক হয়ে যাবে

ররর. টেক্সট বক্সের মধ্যে ইনসার্সন পয়েন্টার থাকবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৭৯. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টুলবার ও রিবন থেকে-

র. ফন্ট বাছাই করা যায়

রর. ফন্টের রং পরিবর্তন করা যায় না

ররর. ফন্টের আকার-আকৃতি পরিবর্তন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৮০. মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকা অবস্থায়--

র. এই বক্সের চার বাহুতে চারটি সিলেকশন পয়েন্ট থাকে

রর. এই বক্সের মাঝ বরাবর তিনটি সিলেকশন পয়েন্ট থাকে

ররর. এই বক্সের চারকোণে চারটি সিলেকশন পয়েন্ট থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : খ. র ও ররর

১৮১. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টেক্সট বক্স সরাতে বক্সের যেকোনো বাহুর যেকোনো স্থানে-

র. ক্লিক করতে হবে

রর. ড্র্যাগ করতে হবে

ররর. ডাবল-ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

১৮২. সিরাজ পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি প্রেজেন্টেশন তৈরি করল। এই প্রেজেন্টেশনের প্রথম স্স্নাইড উপস্থাপনের জন্য তাকে-

র. ঋ৫ কবু চাপতে হবে

রর. ঠরবি মেনুর রিবন থেকে ঝষরফব ঝযড়ি সিলেক্ট করতে হবে

ররর. স্ট্যাটাস বার-এ ঝষরফব ঝযড়ি আইকন ক্লিক করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

১৮৩. কোনো স্স্নাইড তৈরি করার সময় এবং স্স্নাইড তৈরির পরেও-

র. ব্যাকগ্রাউন্ডের রং পরির্তন করা যায়

রর. নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়

ররর. যেকোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে