জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত / অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ এবং আইসিটি শেষ পর্ব পরীক্ষা আগামী ১৮ ফেব্রম্নয়ারি থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান জানান, এ পরীক্ষা আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।