প্রশ্ন : চুলের রং কালো হয় কোন পদার্থের উপস্থিতিতে?
উত্তর :কেরোটিন-এর জন্য।
প্রশ্ন :খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
উত্তর :১৫২৭ খ্রি.।
প্রশ্ন : তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার নিকট পরাজিত হয়?
উত্তর :মহম্মদ ঘুরী।
প্রশ্ন :বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড়?
উত্তর :১০ গুণ।
প্রশ্ন :বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি?
উত্তর : ক্যাম্পিয়ন হ্রদ।
প্রশ্ন : ভোগালী বিহু উৎসব কোথায় পালিত হয়?
উত্তর :আসাম।
প্রশ্ন :উট উৎসব রাজস্থানের কোন শহরে পালিত হয়?
উত্তর :বিকানির।
প্রশ্ন :ভারতের ২০০০ টাকার নোটের নিচে কিসের ছবি আছে?
উত্তর :মঙ্গলযান।
প্রশ্ন :"ওহঢ়বৎভবপঃ" কার আত্মজীবনী?
উত্তর :সঞ্জয় মনজয়কর।
প্রশ্ন :জ্ঞানী শংকর কে ছিলেন?
উত্তর :তামিল লেখক।
প্রশ্ন : ভারতের সেনাবাহিনী দিবস কবে পালিত হয়?
উত্তর : ১৫ জানুয়ারি।
প্রশ্ন :"সিগফ্রেন্ড" লাইন কোন দুটি দেশের মধ্যে আছে?
উত্তর :জার্মান ও ফ্রান্স।
প্রশ্ন : "ঔড়ম" জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :কেরালা।
প্রশ্ন : আসিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর :জাকার্তা।
প্রশ্ন :কোন ভিটামিনের নাম সায়ানাকোবালামিন?
উত্তর : ভিটামিন ই১২।
প্রশ্ন : অনিল খান্না কোন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন?
উত্তর : ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।
প্রশ্ন :মাজুলী দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :অসম।
প্রশ্ন :কুরুক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :হরিয়ানা।
প্রশ্ন : সবজিওয়ালা দেবী কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর :বক্সিং।