শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

খুবিতে ল্যাব উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
খুবিতে ল্যাব উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপিস্ননে ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন্স অ্যান্ড সিমুলেশন ল্যাব (এমসিএসএল) উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে খুবি উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন ১৬ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং ল্যাব ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ডক্টর কামরুল হাসান তালুকদার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

ডিসিপিস্নন প্রধান প্রফেসর ডক্টর মুন্নুজাহান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপিস্ননের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর মো. রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন ডিসিপিস্ননের মাস্টার্সের শিক্ষার্থী সালমুন সিফাত ও ইন্টেরিয়র ডিজাইনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপিস্ননের প্রভাষক শারমিন সুলতানা শান্তা।

অনুষ্ঠানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপিস্ননের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপিস্ননের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে