প্রশ্ন : কোন কারখানায় কাজ করার নূ্যনতম বয়স কত?
উত্তর : ১৪ বছর।
প্রশ্ন : রোহান বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর : টেনিস।
প্রশ্ন : খরিফ ফসলের উদাহরণ-
উত্তর : ভুট্টা।
প্রশ্ন : বাস্তুতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : ট্যান সেল।
প্রশ্ন : ভারতের আইনস্টাইন কাকে বলা হয়?
উত্তর : সত্যেন্দ্রনাথ বসুকে।
প্রশ্ন : ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের থেকে গৃহীত?
উত্তর : আমেরিকা।
প্রশ্ন : রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তর : উইলিয়াম হার্ভে।
প্রশ্ন : বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর : ভিটামিন ই১
প্রশ্ন : ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।
প্রশ্ন : তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর : বেকারেল।
প্রশ্ন : বাতাসের আপেক্ষিক আদ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর : হাইগ্রো মিটার।
প্রশ্ন : পেরু কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।
প্রশ্ন : মানুষের দেহে ক্রোমোজোম কি থাকে?
উত্তর : প্রোটিন ও উঘঅ।
প্রশ্ন : বায়ু কি?
উত্তর : একপ্রকার মিশ্রণ।
প্রশ্ন : নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯২০ সালে।
প্রশ্ন : বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
উত্তর : ১১ জুলাই।
প্রশ্ন : হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ১৫৭৬ সালে।
প্রশ্ন : পূর্ব ও মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : হাজীপুর।
প্রশ্ন : ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
উত্তর : ইন্দিরা গান্ধীর খাল।
প্রশ্ন : পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কোন বিভাগ দেয়?
উত্তর : জাতীয় উন্নয়ন পরিষদ।
প্রশ্ন : নীল নদের উৎস কোথা থেকে?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।
প্রশ্ন : রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর : রবার্ট বয়েলকে।
প্রশ্ন : পন্ডিত লাচু মহারাজ কিসের সঙ্গে যুক্ত?
উত্তর : তবলা।