শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

চবির দুই শিক্ষক পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
চবির দুই শিক্ষক পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষক বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) পোস্ট-ডক্টরাল ফেলোশিপের সুযোগ পেয়েছেন। তারা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ নূরুল আমীন নূরী ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজা আক্তার খানম।

ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন বিষয়ক কমিটির এক সভায় ১৬ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে ১৮ জানুয়ারি বিষয়টি জানা গেছে।

উলেস্নখ্য, ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ-২০২৩ এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩০ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ-২০২৩ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে