শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বাউবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাউবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতামূলক পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। বাউবি উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে তার গাজীপুর অফিস সংলগ্ন কনফারেন্স হলে ১৬ জানুয়ারি এই চুক্তি নবায়ন করা হয়েছে। বাউবির পক্ষে রেজিস্ট্রার ডক্টর মহা. শফিকুল আলম এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মো. মশিউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগস্ত উন্মোচন এবং দেশ আরো এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর রকিব আহমদ, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর নাসিম বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে