বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
অষ্টম অধ্যায় প্রশ্ন: পৃথিবী কী? সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন সম্পর্কিত তথ্য চারটি বাক্যে লেখ। উত্তর : পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন সম্পর্কিত চারটি বাক্য নিম্নরূপ : ১. পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ২. যে পথে পৃথিবী সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। ৩. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। ৪. নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। প্রশ্ন: ঋতু পরিবর্তন কেন হয়? বছরে আমরা কয়টি ঋতু দেখতে পাই? উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের তিনটি প্রভাব উলেস্নখ কর। উত্তর : পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। বছরে আমরা ছয়টি ঋতু দেখতে পাই। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের তিনটি প্রভাব নিম্নরূপ : ১. গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। ২. এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ৩. দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে? সূর্য নক্ষত্রের চারটি বৈশিষ্ট্য লেখ। উত্তর : অজস্র নক্ষত্রের সমারোহকে গ্যালাক্সি বলে। সূর্য নক্ষত্রের চারটি বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো : ১. সূর্যের নিজস্ব আলো আছে। ২. সূর্য তার চতুর্দিকে আবর্তনকারী গ্রহগুলোকে আকর্ষণ করে। ৩. সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে। ৪. সূর্য সমসময় একই আকৃতি ও উজ্জ্বলতা বহন করে। প্রশ্ন: মহাবিশ্ব ও সৌরজগতের মধ্যে তুলনা উলেস্নখ কর। উত্তর : মহাবিশ্ব ও সৌরজগতের মধ্যে তুলনা নিম্নরূপ : প্রশ্ন: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী? উত্তর : গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নিম্নরূপ : প্রশ্ন: ঋতু পরিবর্তন কেন হয়? ব্যাখ্যা কর। উত্তর : বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে তখন সূর্যরশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে পড়ে এই গোলার্ধে। সূর্য থেকে বেশি পরিমাণ বিকিরণ রশ্মি এই গোলার্ধে এসে পড়ে প্রতি একক এলাকায়। এছাড়া পৃথিবী যখন আপন অক্ষের ওপর ঘুরতে থাকে, এই গোলার্ধের এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাৎ সে সময় উত্তর গোলার্ধে দিন হয় বড় এবং রাত হয় ছোট। এই সময়টা হচ্ছে উত্তর গোলার্ধের জন্য গ্রীষ্মকাল। বেশিক্ষণ ধরে সূর্যরশ্মি পায় বলে এই গোলার্ধের তাপমাত্রা তখন বৃদ্ধি পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে বলে সেখানে হয় শীতকাল। প্রশ্ন: আহ্নিক গতি কী? আহ্নিক গতির তিনটি সুবিধা লেখ। উত্তর : পৃথিবী তার অক্ষের উপর চারদিকে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। এ ২৪ ঘণ্টাকে বলা হয় একদিন। পৃথিবীর এ দৈনিক গতির নাম আহ্নিক গতি। আহ্নিক গতির তিনটি সুবিধা হলো : ১. দিন-রাত সংঘটন : আহ্নিক গতির ফলে ভূপৃষ্ঠে দিন-রাত সংঘটিত হয়। ২. সময় গণনা : আহ্নিক গতির ফলে সময় গণনা করার সুবিধা হয়। ৩. উষ্ণতার তারতম্য : আহ্নিক গতির ফলে পৃথিবীতে উষ্ণতার পরিবর্তন হয়। ৯ম অধ্যায় প্রশ্ন : বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে সম্পর্কিত হলেও এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। পার্থক্যগুলো হলো- প্রশ্ন : কৃষিপ্রযুক্তি কীভাবে আমাদের জীবনমান উন্নত করে? উত্তর : কৃষিপ্রযুক্তি যেভাবে আমাদের জীবনমান উন্নত করে সেগুলো হলো- র. আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনে সাহায্য করেছে। রর. রাসায়নিক সার উদ্ভিদের বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে, যেটি মানুষকে স্বল্প সময়ে ফসল উঠিয়ে আর্থিকভাবে লাভবান করছে। ররর. রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে, যা মানুষের খাদ্য ঘাটতি দূর করছে। রা. জৈবপ্রযুক্তি মানুষকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়