জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইলন মাস্ক
প্রশ্ন : ২০২২ সালের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন 'ঈঙচ-২৭'-এ গৃহীত চুক্তির নাম কী? উত্তর :'লস অ্যান্ড ড্যামেজ' তহবিল। প্রশ্ন : টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ঈঊঙ) কে? উত্তর :ইলন মাস্ক। প্রশ্ন :বিশ্বের ৮০০ কোটিতম মানবশিশুর নাম কী? উত্তর :ভিনিস ম্যাবানস্যাগের। প্রশ্ন : বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্থাপন করে কবে? উত্তর :১৫ নভেম্বর ২০২২। প্রশ্ন :২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? উত্তর :৭৭তম। প্রশ্ন :ধূমপান নিষিদ্ধ করে বিশ্বের প্রথম কোন দেশের পার্লামেন্ট ১৩ ডিসেম্বর ২০২২ আইন পাস করে? উত্তর : নিউজিল্যান্ড। প্রশ্ন :তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর :দ্বিতীয়। প্রশ্ন : বিশ্বের কোন দেশের রিজার্ভে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে? উত্তর :রাশিয়া (প্রায় ৫৯৭৭টি)। প্রশ্ন : ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আকর্ষণে যথাক্রমে বিশ্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দেশের নাম কী? উত্তর :যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও চীন। প্রশ্ন :বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর :৪৫তম। প্রশ্ন :বিশ্বের শীর্ষ দূষিত শহর কোনটি? উত্তর :নয়াদিলিস্ন, ভারত। প্রশ্ন :৫ ডিসেম্বর ২০২২ আইডিএফ কর্তৃক ঘোষিত 'গেস্নাবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' উপাধিতে ভূষিত হন কে? উত্তর :প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন :প্রথমবারের মতো 'কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড' অর্জন করেছে কোন প্রতিষ্ঠান? উত্তর :পস্ন্যানেট গ্রিন আফ্রিকা। প্রশ্ন : এনবিআর কর্তৃক ঘোষিত ২০২০-২১ অর্থবছরে সেরা ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান? উত্তর :নয়টি। প্রশ্ন :২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? উত্তর : বাংলাদেশ।