জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
মরিয়ম আফিজা
প্রশ্ন :মাঞ্চু- উত্তর :পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি। প্রশ্ন :মাসাউডস- উত্তর :পাকিস্তানের ওয়াজিরস্তানের উপজাতি। প্রশ্ন :মুর- উত্তর :আফ্রিকার বসবাসরত মুসলমান জাতি। প্রশ্ন :রেড ইন্ডিয়ান- উত্তর :যুক্তরাষ্ট্রের আদিম অদিবাসী। এরা রকি পর্বত ও মিসৌরি নদীর মধ্যবর্তী। প্রশ্ন : শেরপা- উত্তর :নেপাল ও তিব্বত হিমালয়ের পাদদেশে বসবাসকারী অদিবাসী। প্রশ্ন : বুশম্যান- উত্তর :বতসোয়ানায়। প্রশ্ন :জাপানি অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) অবস্থিত? উত্তর : নারায়ণগঞ্জের আড়াইহাজারে। প্রশ্ন :বর্তমানে দেশের কতটি উপজেলায় 'কৃষক অ্যাপ' চালু রয়েছে? উত্তর :২৭২টি উপজেলায় (৪৯৫টির মধ্যে)। প্রশ্ন :পার্বত্য চুক্তির রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) উদযাপিত হয় কবে? উত্তর :২ ডিসেম্বর ২০২২ (চুক্তি স্বাক্ষরিত হয়:২ ডিসেম্বর ১৯৯৭)। প্রশ্ন :প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয় কবে? উত্তর :২০ ডিসেম্বর ২০২২। প্রশ্ন :সম্প্রতি বাংলাদেশ কোন দেশের কৃষিজমি ব্যবহারে চুক্তি করেছে? উত্তর :কেনিয়া। প্রশ্ন :মেট্রোরেলের নারী চালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উত্তর :মরিয়ম আফিজা ও আসমা আক্তার। প্রশ্ন :বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? উত্তর :২০২৯ সাল। প্রশ্ন :ত্রিপুরা ককবরক ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী'র নাম কী? উত্তর :পাইথাকয়া লাংমা। প্রশ্ন :যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কোন সাবেক সদস্য সম্প্রতি রাশিয়ার নাগরিকত্ব লাভ করেন? উত্তর :এডওয়ার্ড স্নোডেন। প্রশ্ন :১৫ ডিসেম্বর ২০২২ ভারতের পরীক্ষা চালানো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম কী? উত্তর : অগ্নি-৫।