দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৯. এক কথায় মাল্টিমিডিয়া মানে কী? ক. বহুমাধ্যম খ. সংবাদ মাধ্যম গ. প্রকাশ মাধ্যম ঘ. স্বল্প মাধ্যম উত্তর : ক. বহুমাধ্যম ২০. বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কী বলে? ক. প্রোগ্রামিং মাল্টিমিডিয়া খ. ডাইরেক্ট মাল্টিমিডিয়া গ. ইনোভেশন মাল্টিমিডিয়া ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া উত্তর :ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ২১. মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কোনটি? ক. কম্পিউটার খ. টেলিভিশন গ. প্রিন্ট মিডিয়া ঘ. মাল্টিমিডিয়া উত্তর :ঘ. মাল্টিমিডিয়া ২২. আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর :খ. ৩ ২৩. রিংকু তার ছোট বোন মিতুকে মাল্টিমিডিয়ার একটি উদাহরণ দিতে চায়। এ ক্ষেত্রে সে কোন মাধ্যমটির নাম উলেস্নখ করতে পারে? ক. রেডিও খ. টেলিভিশন গ. প্রকাশনা ঘ. দূরবীক্ষণ যন্ত্র উত্তর :খ. টেলিভিশন ২৪. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি? ক. রেডিও খ. ভিডিও গ. সিনেমা ঘ. ভিডিও গেমস উত্তর :ঘ. ভিডিও গেমস ২৫. মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায়? ক. ডিজিটাল যন্ত্র খ. এনালগ যন্ত্র গ. আধুনিক যন্ত্র ঘ. ইনোভেটিভ যন্ত্র উত্তর :ক. ডিজিটাল যন্ত্র ২৬. মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার কোনো কোনো ইলেক্ট্রনিক যন্ত্রকে কখনো কখনো কী নামে চিহ্নিত করা হয়ে থাকে? ক. প্রিন্ট মিডিয়া খ. ইলেক্ট্রনিক মিডিয়া গ. পেপার মিডিয়া ঘ. মাল্টিমিডিয়া উত্তর :ঘ. মাল্টিমিডিয়া ২৭. মাল্টিমিডিয়ার বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেক্ট্রনিক যন্ত্রকে কখনো কখনো কী নামে চিহ্নিত করা হয়ে থাকে? ক. ডিজিটাল যন্ত্র খ. মাল্টিমিডিয়া গ. প্রিন্ট মিডিয়া ঘ. এনালগ বক্স উত্তর :খ. মাল্টিমিডিয়া ২৮. কোনো একটি কর্মকান্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর :খ. ৩ ২৯. সোহানা বারান্দায় বসে মোবাইল ফোনে গেমস খেলছে। তার বিনোদন মাধ্যমটিকে আমরা কী বলতে পারি? ক. অ্যাকটিভ মাল্টিমিডিয়া খ ইউজার মাল্টিমিডিয়া গ. ইলেক্ট্রনিক মাল্টিমিডিয়া ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া উত্তর :ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ৩০. সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? ক. ১৮৯০ খ. ১৮৯২ গ. ১৮৯৫ ঘ. ১৮৯৭ উত্তর :গ. ১৮৯৫ ৩১. কোন শতাব্দীর শেষদিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে? ক. ষোড়শ খ. সপ্তদশ গ. ঊনবিংশ ঘ. বিংশ উত্তর :গ. ঊনবিংশ ৩২. আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে কোনটিকে স্মরণ করতে হবে? ক. প্রিন্টার খ. নাটক গ. রেডিও ঘ. সিনেমা উত্তর :ঘ. সিনেমা ৩৩. প্রকাশ মাধ্যম হলো- র. লেখা রর. শব্দ ররর. চিত্র নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ৩৪. মাল্টিমিডিয়া মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে- র. সভ্যতার বিবর্তনের কারণে রর. প্রযুক্তির উন্নয়নের কারণে ররর. শিক্ষার হার হ্রাসের কারণে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ৩৫. এনালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগে- র. প্রধান প্রকাশ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে রর. বিভিন্ন মাধ্যমের সাথে একত্রে ব্যবহৃত হচ্ছে ররর. ব্যবহারের মাত্রা বদলিয়েছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :গ. রর ও ররর ৩৬. বহু মিডিয়াকে আমরা ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলছি- র. তার বহুমাত্রিকতার জন্য রর. তার প্রসেসিং ক্ষমতার জন্য ররর. তার প্রোগ্রামিং ক্ষমতার জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর ৩৭. বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হচ্ছে- র. প্রোগ্রামিং রর. মাল্টিমিডিয়া ররর. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর ৩৮. আমরা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি- র. বর্ণ রর. চিত্র ররর. শব্দ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়