এসএসসির বাংলা দ্বিতীয়পত্র
প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
মোচ্ছা. রুবিনা খাতুন সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
১. জিহ্বার উচ্চতার দিক থেকে উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো?
ক. আ, ও খ. ই, উ
গ. এ, অ ঘ. এ, ও
উত্তর : ঘ. এ, ও
২. 'সন্ধি' বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
উত্তর : খ. শব্দতত্ত্ব
৩. মূর্ধন্য ধ্বনির অন্তর্গত ধ্বনি হচ্ছে--
ক. ব, ভ, ম খ. দ, ধ, ন
গ. ছ, জ, ঝ ঘ. ঠ, ড, ঢ
উত্তর : ঘ. ঠ, ড, ঢ
৪. আধিক্য অর্থে কোন উপসর্গটি ব্যবহার করা হয়?
ক. পরা খ. প্র গ. অপ ঘ. সু
উত্তর : খ. প্র
৫. কোনটি কৃদন্ত শব্দ?
ক. দাপট খ. দৈনিক গ. দোলনা ঘ. ঘাটাল
উত্তর :গ. দোলনা
৬. পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হলে
কোন সমাস হয়?
ক. সমানাধিকার বহুব্রীহি খ. ব্যাধিকরণ বহুব্রীহি
গ. ব্যতিহার বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তর : খ. ব্যাধিকরণ বহুব্রীহি
৭. নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
ক. নীরোগ খ. দুষ্কর
গ. গোস্পদ ঘ. মনঃকষ্ট
উত্তর :গ. গোস্পদ
৮. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে
দেখা যায়?
ক. অনুকার দ্বিত্বে খ. পুনরাবৃত্ত দ্বিত্বে
গ. ধ্বন্যাত্মক দ্বিত্বে ঘ. ক ও খ উভয়ই
উত্তর :খ. পুনরাবৃত্ত দ্বিত্বে
৯. 'ধোলাই' শব্দটি কোন ভাষার?
ক. তুর্কি খ. ওলন্দাজ
গ. ফারসি ঘ. হিন্দি
উত্তর :ঘ. হিন্দি
১০. 'গঠন' শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তর :ক. বিশেষ্য
১১. শব্দের শেষে দ্বিরুক্তি থাকলে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -এর খ. -র
গ. -য়ের ঘ. -কে
উত্তর :গ. -য়ের
১২. 'দ্বিমত' শব্দের বিপরীত শব্দ হলো--
ক. দ্বিমত খ. অন্যমত
গ. পরমত ঘ. ভিন্নমত
উত্তর :গ. পরমত
১৩. 'সর্গ' শব্দের অর্থ কোনটি?
ক. বেহশত খ. দোজখ
গ. অধ্যায় ঘ. কোনোটাই নয়
উত্তর :গ. অধ্যায়
১৪. 'খিলিপান দিয়ে ঔষধ খাবে।' বাক্যে 'খিলিপান' কোন কারক?
ক. অধিকরণ খ. কর্তৃকারক গ. কর্ম ঘ. করণ
উত্তর : ক. অধিকরণ
১৫. 'তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম।' এটি কোন ধরনের বাক্য?
ক. মিশ্র খ. জটিল গ. যৌগিক ঘ. সরল
উত্তর :ঘ. সরল
১৬. কোনটিকে বাক্যের একক বলা যায়?
ক. শব্দ খ. ধ্বনি গ. বর্ণ ঘ. পদ
উত্তর :ক. শব্দ
১৭. 'অঞ্চল' শব্দটির মূল অর্থ কী?
ক. শাড়ির পাড় খ. গ্রাম
গ. ছেঁড়া কাপড় ঘ. এলাকা
উত্তর :ক. শাড়ির পাড়
১৮. 'সে ক্ষুধার্ত তবু ভিক্ষা করবে না।'-এ
বাক্যে 'তবু' কী?
ক. অব্যয় খ. বিভক্তি
গ. যোজক ঘ. অনুসর্গ
উত্তর :গ. যোজক
১৯. 'তোশক' শব্দটি কোন ভাষার?
ক. তুর্কি খ. ফারসি
গ. আরবি ঘ. হিন্দি
উত্তর :খ. ফারসি
২০. 'জিহ্বা'র প্রকৃত উচ্চারণ কোনটি?
ক. জিওভা খ. জিব্বহা
গ. জিউভা ঘ. জিহ্বা
উত্তর :গ. জিউভা
২১. ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বাগযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. ওষ্ঠ খ. দাঁত গ. জিহ্বা ঘ. তালু
উত্তর : ক. ওষ্ঠ
২২. 'মরদ'-এর নারী বাচক শব্দ কোনটি?
ক. মরদী খ. মরদিনী গ. জেনানা ঘ. জেনানী
উত্তর :গ. জেনানা
২৩. 'উঠে পড়া' কোন ধরনের ক্রিয়া?
ক. প্রযোজক ক্রিয়া খ. নাম ক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
উত্তর : ঘ. যৌগিক ক্রিয়া
২৪. 'এবার গাড়িতে ওঠা যাক' বাক্যটি কোন
বাচ্যের উদাহরণ?
ক. কর্তাবাচ্যের খ. কর্মবাচ্যের
গ. কর্মকর্তাবাচ্যের ঘ. ভাববাচ্যের
উত্তর :ঘ. ভাববাচ্যের
২৫. ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম--
ক. কারবর্ণ খ. অনুবর্ণ গ. ফলা ঘ. রেফ
উত্তর :খ. অনুবর্ণ
২৬. কোনগুলো শব্দের লগ্নক?
ক. বিভক্তি ও বচন খ. সমাস ও প্রত্যয়
গ. প্রত্যয় ও সন্ধি ঘ. উপসর্গ ও কারক
উত্তর :ক. বিভক্তি ও বচন
২৭. 'সায়াহ্ন' শব্দে 'হ্ন' কোন কোন বর্ণের
মিলিত রূপ?
ক. হ্ + ণ খ. হ্ + ন
গ. ণ্ + হ ঘ. ন্ + হ
উত্তর :খ. হ্ + ন
২৮. 'সূর্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. মৃগাঙ্ক খ. মৃগেন্দ্র
গ. মার্তন্ড ঘ. মাতঙ্গ
উত্তর :গ. মার্তন্ড
২৯. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
ক. ধাতু বোঝাতে খ. অর্থমূলক
গ. ব্যাখ্যামূলক ঘ. উৎপন্ন বোঝাতে
উত্তর :গ. ব্যাখ্যামূলক
৩০. 'বর্ধমান' শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. বর্ধ + মান খ. বৃদ্ধি + মান
গ. বৃধ + মান ঘ. বধ্ + ধমান
উত্তর : গ. বৃধ + মান