বিজ্ঞানসাধারণ জ্ঞান

নোবিপ্রবিতে 'ডি-নথি' বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বেইজিং
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'ট্রেনিং অন ডি-নথি এপিস্নকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট' বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবির কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ডি-নথি বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালাটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের শিক্ষা বিভাগের কম্পিউটার ল্যাব কক্ষে ১৪ জানুয়ারি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম। নোবিপ্রবি আইকিউএসি পরিচালক অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ডক্টর সুলতান মাহমুদ ভূঁইয়া, নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর বিপস্নব মলিস্নক, রেজিস্ট্রার ও ডি-নথি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সফিকুল ইসলাম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির আইএমসিটি বিভাগের উপ-পরিচালক ইঞ্জি. মোহাম্মদ মনির উলস্ন্যাহ।