রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত হল সমাপনী আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমন্বিত হল সমাপনী অনুষ্ঠানের প্রচার বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মো. শরিফুল ইসলাম ৮ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর মো. শরিফুল ইসলাম জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ২০০ টাকা ফি দিয়ে নিজ নিজ হল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময়ই ২০০ টাকা হল সমাপনী ফি বাবদ নিয়ে নেওয়া হলেও, আগে এটা নেওয়া হতো না। এজন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে এটা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ডক্টর মো. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ডক্টর মো. হুমায়ুন কবির। এছাড়া সব হলের প্রাধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।