শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

এসএসসির বাংলা প্রথমপত্র

মোচ্ছা. রুবিনা খাতুন সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
এসএসসির বাংলা প্রথমপত্র

৪৪. উপন্যাস কী?

ক.গদ্যে লেখা এক ধরনের প্রবন্ধ

খ. গদ্যে লেখা এক ধরনের নাটক

গ. গদ্যে লেখা এক ধরনের গল্প

ঘ. গদ্যে লেখা এক ধরনের ইতিহাস

উত্তর : গ. গদ্যে লেখা এক ধরনের গল্প

৪৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. ফুলমণি ও করুণার বিবরণ

খ. আলালের ঘরের দুলাল

গ. পথের পাঁচালি

ঘ. দুর্গেশ নন্দিনী

উত্তর :ঘ. দুর্গেশ নন্দিনী

৪৬. মহামারিতে গাঁয়ের কত লোক উজাড় হয়ে যায়?

ক. এক-তৃতীয়াংশ লোক খ. সব লোক

গ. এক-চতুর্থাংশ লোক ঘ. অর্ধেক লোক

উত্তর : ঘ. অর্ধেক লোক

৪৭. রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন?

ক. মেঘাচ্ছন্ন থাকায় খ. অভাবের তাড়নায়

গ. সূর্য না ওঠায় ঘ. কলকারখানার কারণে

উত্তর :খ. অভাবের তাড়নায়

৪৮. দসু্যর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

ক. চাকরি হারানোর জন্য

খ. ডাক না পাওয়ার ভয়ে

গ. বাড়ি ফেরার তাড়া থাকায়

ঘ. দায়িত্ববোধের কারণে

উত্তর : ঘ. দায়িত্ববোধের কারণে

৪৯. রস বিচারে 'সিরাজুদ্দৌলা' নাটকটি কোন প্রকৃতির নাটক?

ক. হাস্যরসাত্মক খ. ব্যঙ্গাত্মক

গ. বিদ্রম্নপাত্মক ঘ. ট্র্যাজেডিধর্মী

উত্তর : ঘ. ট্র্যাজেডিধর্মী

৫০.'একসাথে আছি একসাথে বাঁচি' কথাটি কবির কোন চেতনার বহিঃপ্রকাশ?

ক. সাম্যের খ. ঐক্যের

গ. শৌর্যের ঘ. প্রতিবাদের

উত্তর : খ. ঐক্যের

৫১. কোনটি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয়?

ক. হরতাল খ. ঘুম নেই

গ. এই পথ এই কোলাহল ঘ. অভিযান

উত্তর : গ. এই পথ এই কোলাহল

৫২. 'নতুন খবর' বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. নতুন জীবন খ. নতুন আলো

গ. শুভদিন ঘ. নয়া ফরমান

উত্তর : খ. নতুন আলো

৫৩. গজনির সুলতান কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?

ক. সাত বার খ. দশ বার

গ. এগারো বার ঘ. সতেরো বার

উত্তর : খ. দশ বার

৫৪. 'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়' চরণটির কী প্রকাশ পেয়েছে?

ক. অবজ্ঞা খ. তীব্র ঘৃণা

গ. শত্রম্নতা ঘ. মাতৃভাষাপ্রীতি

উত্তর : খ. তীব্র ঘৃণা

৫৫. নাটক কত পর্বে বিভক্ত থাকে?

ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়

উত্তর : গ. পাঁচ

৫৬. অনেকদিন 'ও' বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে 'ও' কে?

ক. কুন্তি খ. মধু

গ. ফুলকলি ঘ. বুধা

উত্তর : ঘ. বুধা

৫৭. হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

ক. শাহবাজপুর খ. রেশমপুর

গ. ডেমরা ঘ. সুনামগঞ্জ

উত্তর : খ. রেশমপুর

৫৮. 'এমন ঝড় কখনো দেখিনি' উক্তিটি কার?

ক. খোদেজার খ. বহিপীরের

গ. তাহেরার ঘ. হাশেমের

উত্তর : ঘ. হাশেমের

৫৯. দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র উক্তিটি কার?

ক. হাতেম খ. বহিপীর

গ. হাশেম ঘ. খোদেজা

উত্তর : খ. বহিপীর

৬০. 'মানুষ' কবিতায় পথিকের কণ্ঠক্ষীণ ছিল কেন?

ক. তৃষ্ণায় খ. ভয়ে

গ. রোগে ঘ. ক্ষুধায়

উত্তর : ঘ. ক্ষুধায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে