ইস্তাম্বুল

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : মটর গাড়ির শহর- উত্তর : ডেট্রয়েট। প্রশ্ন : মসজিদের শহর- উত্তর : ঢাকা ও ইস্তাম্বুল। প্রশ্ন : মন্দিরের শহর- উত্তর : বেনারস, ভারত। প্রশ্ন : মরুভূমির দেশ- উত্তর : আফ্রিকা। প্রশ্ন : মার্বেলের দেশ- উত্তর : ইটালি। প্রশ্ন : মুক্তার দ্বীপ- উত্তর : বাহরাইন। প্রশ্ন : মুক্তার দেশ- উত্তর : কিউবা। প্রশ্ন : ম্যাপল পাতার দেশ- উত্তর : কানাডা। প্রশ্ন : রৌপ্যের শহর- উত্তর : আলজিয়ার্স। প্রশ্ন : লবঙ্গ দ্বীপ- উত্তর : জাঞ্জিবার। প্রশ্ন : লিলি ফুলের দেশ- উত্তর : কানাডা। প্রশ্ন : শান্ত সকালের দেশ- উত্তর : কোরিয়া। প্রশ্ন : শ্বেত হস্তির দেশ- উত্তর : থাইল্যান্ড। প্রশ্ন : শ্বেতাঙ্গদের কবরস্থান- উত্তর : গিনি কোস্ট। প্রশ্ন : সকাল বেলার প্রশান্তি- উত্তর : কোরিয়া। প্রশ্ন : সূর্যোদয়ের দেশ- উত্তর : জাপান। প্রশ্ন : সোনালি আঁশের দেশ- উত্তর : বাংলাদেশ। প্রশ্ন : সোনালি তোরণের দেশ- উত্তর : সানফ্রাসিসকো। প্রশ্ন : সোনালি প্যাগোডার দেশ- উত্তর : মিয়ানমার। প্রশ্ন : সম্মেলনের শহর- উত্তর : জেনেভা। প্রশ্ন : সাদা শহর- উত্তর : বেলগ্রেড। প্রশ্ন : সাত পাহাড়ের শহর- উত্তর : রোম। প্রশ্ন : সমুদ্রের বধূ- উত্তর : গ্রেট ব্রিটেন। প্রশ্ন : স্বর্ণ নগরী- উত্তর : জোহানেসবার্গ। প্রশ্ন : হর্ন অফ আফ্রিকা- উত্তর : দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন : হাজার দ্বীপের দেশ- উত্তর : ফিনল্যান্ড। প্রশ্ন : হাজার হ্রদের দেশ- উত্তর : আইসল্যান্ড। প্রশ্ন : হারকিউলিসের স্তম্ভ- উত্তর : জিব্রাল্টার মালভূমি।