খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপিস্ননের ১২১ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিতর্ যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা পেয়েছেন তারা।
২০২৪ সালে 'এডি সায়েন্টিফিক ইনডেক্স'-এ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৮৩৩টি প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪৩ হাজার ১৯৬ জন গবেষক স্থান পেয়েছেন। তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষকের নাম রয়েছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন ১২১ জন গবেষক।
তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ১২তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপিস্ননের অধ্যাপক ডক্টর মো. হারুনর রশীদ। এ ছাড়া শীর্ষ পাঁচজনের মধ্যে রয়েছেন অধ্যাপক শেখ জামাল উদ্দিন, অধ্যাপক জামিল আহমাদ শিল্পি, অধ্যাপক মো. আজহারুল ইসলাম ও অধ্যাপক
সমীর কুমার সাধু।