দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১২৯. নিচের কোনটি ফন্ট গ্রম্নপের আইকনের চিহ্ন?
ক. ই খ. ট
গ. ও ঘ. অ-
উত্তর : ঘ. অ
১৩০. রশিদ তার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি এসাইনমেন্ট তৈরি করল। এসাইনমেন্টের বিশেষ কয়েকটি লাইনে অক্ষর সে মোটা করতে চায়। এজন্য তাকে রিবনের কোন বোতামটিতে চাপ দিতে হবে?
ক. ই খ. ও
গ. এ ঘ. ট
উত্তর :ক. ই
১৩১. কোনো তালিকার ধারাবাহিকতা রাখার জন্য কোনো চিহ্ন, বর্ণ বা সংখ্যা ব্যবহার করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় কী বলে?
ক. বুলেট ও নম্বর খ. আইকন লাইন
গ. লাইনের ব্যবধান ঘ. প্যারাগ্রাফ ও বুলেট
উত্তর :ক. বুলেট ও নম্বর
১৩২. কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রম্নপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়?
ক. ইনসার্ট খ. ফন্ট গ্রম্নপ
গ. ফরমেটিং পেইন্টার ঘ. হোম
উত্তর :ঘ. হোম
১৩৩. কপি করার কীবোর্ড কমান্ড কোনটি?
ক. ঈঃৎষ + ঈ খ. ঈঃৎষ + চ
গ. ঈঃৎষ + ঠ ঘ. ঈঃৎষ + ঝ
উত্তর :ক. ঈঃৎষ + ঈ
১৩৪. পেস্ট করার কীবোর্ড কমান্ড কোনটি?
ক. ঈঃৎষ + খ খ. ঈঃৎষ + ঈ
গ. ঈঃৎষ + ঠ ঘ. ঈঃৎষ + চ
উত্তর :গ. ঈঃৎষ + ঠ
১৩৫. কোনো লেখা কপি করার পর তা কোথায় অবস্থান করে?
ক. উড়পঁসবহঃ-এ খ. ঈষরঢ়নড়ধৎফ-এ
গ. ওয়ার্ডে ঘ. ফাইলে
উত্তর :খ. ঈষরঢ়নড়ধৎফ-এ
১৩৬. ঋড়হঃ বলা হয় কোনটিকে?
ক. লেখার আকারকে খ. লেখার সাইজকে
গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে ঘ. লেখার ধরনকে
উত্তর : গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে
১৩৭. লেখালেখির সাজসজ্জার প্রথম বিষয় কোনটি?
ক. বানান সংশোধন খ. ফন্ট নির্ধারণ করা
গ. ফন্ট সাইজ নির্ধারণ ঘ. ফন্টের রং নির্ধারণ
উত্তর : খ. ফন্ট নির্ধারণ করা
১৩৮. কোনটি বাংলা ভাষার ফন্ট?
ক. অপটিমা খ. সুতন্বি
গ. বিজয় ঘ. অভ্র
উত্তর :খ. সুতন্বি
১৩৯. ওয়ার্ডে ফন্ট নির্বাচনের কাজ করতে কোন মেনুতে যেতে হয়?
ক. ঐড়সব খ. ঊফরঃ
গ. ঠরব িঘ. ডরহফড়
ি
উত্তর :ক. ঐড়সব
১৪০. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. অ খ. এ
গ. ই ঘ. চ
উত্তর :খ. এ
১৪১. বাংলা কাজ করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?
ক. অপটিমা খ. চন্দ্রবতী
গ. অভ্র (আৎড়) ঘ. অনির্বাণ
উত্তর :গ. অভ্র (আৎড়)
১৪২. কোনো লেখাকে ফন্ট স্টাইলে সাজাতে প্রথমে কোন কাজটি করতে হয়?
ক. লেখাটি বোল্ড করতে হয়
খ. ঞবীঃ নড়ী-এ লিখতে হয়
গ. লেখাটি নির্বাচন করতে হয়
ঘ. লেখাটির সাইজ নির্ধারণ করতে হয়
উত্তর :গ. লেখাটি নির্বাচন করতে হয়
১৪৩. ফন্ট সাজসজ্জার কাজ হয় কোনটিতে?
ক. ঐড়সব ট্যাবে খ. জবভবৎবহপব ট্যাবে
গ. ওহংবৎঃ ট্যাবে ঘ. ঋড়হঃ ট্যাবে
উত্তর :ক. ঐড়সব ট্যাবে
১৪৪. কোনো অক্ষরকে মোটা করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ইটালিক খ. ফন্ট
গ. বোল্ড ঘ. ঈধঢ়ং ষড়পশ
উত্তর :গ. বোল্ড
১৪৫. কোনো অক্ষর ইটালিক করতে কোনটি ব্যবহৃত হয়?
ক. ও খ. ই
গ. ট ঘ. ঝ
উত্তর :ক. ও
১৪৬. ঋড়হঃ মৎড়ঁঢ় এ নিচের কোন অপশনটি দেখা যায় না?
ক. ঢ২ খ. ঢ২
গ. ই ঘ. পড়ঢ়ু
উত্তর :ক. ঢ২
১৪৭. যদি কোন অক্ষরকে মোটা অক্ষর থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয় তবে কোনটি ব্যবহার করা হবে?
ক. ই খ. ট
গ. উ ঘ. ঈ
উত্তর :ক. ই
১৪৮. কোনো উড়পঁসবহঃ-এর উপরে যেতে কীবোর্ড কমান্ড কোনটি?
ক. চধমব ঁঢ় খ. ঢ়ধমব ফড়হি
গ. ঈধঢ়ং ষড়পশ ঘ. ঊহঃবৎ
উত্তর :ক. চধমব ঁঢ়
১৪৯. কোনো উড়পঁসবহঃ-এর নিচে যেতে কীবোর্ড কমান্ড কোনটি?
ক. চধমব ঁঢ় খ. চধমব ফড়হি
গ. চধমব ষধুড়ঁঃ ঘ. ঝযরভঃ
উত্তর :খ. চধমব ফড়হি
১৫০. ঊহঃবৎ কী ধরনের বাটন?
ক. মধঢ় সূচক খ. অসম্মতিসূচক
গ. সম্মতিসূচক ঘ. ডিলিট সূচক
উত্তর :গ. সম্মতিসূচক
১৫১. লেখালেখির সময় ঊহঃবৎ চাপলে মাউস কার্সরটি কোনদিকে যায়?
ক. উপরের দিকে খ. নিচের দিকে
গ. পাশের দিকে ঘ. বামপাশে
উত্তর :খ. নিচের দিকে
১৫২. লেখার মাঝখানে ভিন্ন স্টাইলের এবং সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হলে কোথায় যেতে হবে?
ক. জবারব িখ. ঋড়হঃ মৎড়ঁঢ়
গ. গধরষষরহমং ঘ. ওহংবৎঃ
উত্তর : খ. ঋড়হঃ মৎড়ঁঢ়
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়