এসএসসির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
উত্তর :ঘ. বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক ২২. তিতুমীর কত সালে শহীদ হন? ক. ১৭৮১ খ. ১৭৮২ গ. ১৮৩১ ঘ. ১৮৪০ উত্তর :গ. ১৮৩১ ২৩. প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তমিত হয়? ক. ১৯৪৭ খ. ১৭৪৭ গ. ১৮৫৭ ঘ. ১৭৫৭ উত্তর :ঘ. ১৭৫৭ ২৪. 'কখন আসবে কবি'্ত এখানে কাকে কবি বলা হয়েছে? ক. নির্মলেন্দু গুণকে খ. বিষ্ণু দেকে গ. শেখ মুজিবুর রহমানকে ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরকে উত্তর :গ. শেখ মুজিবুর রহমানকে ২৫. সৈয়দ ওয়ালীউলস্নাহ্‌ কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯২১ খ. ১৯২২ গ. ১৯২৩ ঘ. ১৯২৪ উত্তর :খ. ১৯২২ ২৬. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত? ক. বিনুর খ. শিলুর গ. তালেবের ঘ. বুধার উত্তর :ঘ. বুধার ২৭. "তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?" এ বক্তব্যে প্রকাশ পেয়েছ্তে র. দেশাত্মবোধ রর. সাহস ররর. প্রতিশোধস্পৃহা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও : পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয়পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয়। ২৮. উদ্দীপকের মিতু 'বহিপীর' নাটকের তাহেরার সাথে কোনো বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ? ক. মা-বাবা হারা হওয়া খ. চাচির ঘরে আশ্রয় গ্রহণ গ. বাল্যবিবাহের শিকার ঘ. পালিয়ে যাওয়া উত্তর :ঘ. পালিয়ে যাওয়া ২৯. উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ। কারণ, উভয়ের মধ্যে রয়েছে- র. দূরদর্শিতা রর. মানবিকতা ররর. সহমর্মিতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. রর ও ররর ৩০. "মনে হয় তুই আমার মুরব্বি"- উক্তিটি কার? ক. বুধার মায়ের খ. নোলক বয়ার গ. বুধার চাচির ঘ. হরি কাকুর উত্তর :গ. বুধার চাচির ৩১. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটির উৎস কোনটি? ক. সংস্কৃতি কথা খ. রূপসী বাংলা গ. সভ্যতা ঘ. সুখ উত্তর :ক. সংস্কৃতি কথা ৩২. জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে ওঠবার মই কোনটি? ক. দরজা খ. গাছ গ. শিক্ষা ঘ. সিঁড়ি উত্তর :খ. গাছ ৩৩. বাঁশবনে বসে কোন পাখি ডাকে? ক. কোকিল খ. কানাকুয়ো গ. হুতুম ঘ. দোয়েল উত্তর :খ. কানাকুয়ো। ৩৪. কোথা থেকে পচান পাতার ঘ্রাণ বের হচ্ছে? ক. এঁদো ডোবা খ. এঁদো পুকুর গ. পচা নর্দমা ঘ. মজা পুকুর উত্তর :ক. এঁদো ডোবা। ৩৫. 'জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা'- এখানে 'সাহসী' হলো- র. বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া রর. ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা ররর. ভয়কে আরও ভয় মনে করে পিছনে হটা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ.র, রর ও ররর উত্তর :গ. র ও ররর ৩৬. 'অপরাহ্ন' শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে? ক. তৎসম খ. অর্ধ-তৎসম গ. দেশি ঘ. আঞ্চলিক উত্তর :ক. তৎসম ৩৭. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙল? ক. স্বাধীনতা খ. মুক্তিযোদ্ধারা গ. মুজিবনগর সরকার ঘ. পাক হানাদাররা উত্তর :ক. স্বাধীনতা ৩৮. অপু তেল ও নুন আনতে চাইল না কেন? ক. রাগ করে খ. ঠাঁই পাবে না বলে গ. মায়ের কারণে ঘ. কথা না শোনার কারণে উত্তর :গ. মায়ের কারণে ৩৯. তেলের ভাঁড় ছুঁলে মা মারবে কেন? ক. না জানানোর কারণে খ. কুসংস্কারের কারণে গ. অপচয়ের কারণে ঘ. কথা না শোনার কারণে উত্তর :খ. কুসংস্কারের কারণে নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় এ দেশের মানুষের জীবনে নেমে আসে বিভীষিকা। এক অঞ্চলের মানুষ ছুটে চলে অন্য অঞ্চলে। ৪০. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত রচনা কোনটি? ক. একাত্তরের দিনগুলি খ. বাংলা শব্দ গ. শিক্ষা ও মনুষ্যত্ব ঘ. বই পড়া উত্তর :ক. একাত্তরের দিনগুলি ৪১. উদ্দীপকের এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে যাওয়ার কারণ হলো- র. নিরাপত্তা পাবার আশায় রর. প্রাণ বাঁচানোর প্রয়োজনে ররর. পাকিস্তানি বাহিনীর কবল থেকে রক্ষায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৪২. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম- ক. শ্রীকৃষ্ণ কীর্তন খ. ব্রজবুলি গ. চন্ডীমঙ্গল ঘ. চর্যাপদ উত্তর :ঘ. চর্যাপদ ৪৩. দেউল শব্দের অর্থ- ক. দেবতা খ. দরজা গ. দেবালয় ঘ. উপাসনা উত্তর :গ. দেবালয় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়