কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক-শিক্ষার্থীসহ ৮৯ জন গবেষক অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২৪ এর আন্তর্জাতিক গবেষকদের তালিকায় স্থান পেয়েছে। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে ৭ জানুয়ারি বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিভিন্ন মানদন্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের্ যাঙ্কিং-২০২৪ এ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে কুবির ৮৯ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
উলেস্নখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের এইর্ যাঙ্কিংটি গবেষকদের বিগত ছয় বছরের গবেষণার এইচ ইনডেক্সর্ যাঙ্কিংস, এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করেছে।