শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৪ ও ১১৫নং প্রশ্নের উত্তর দাও :

নিজাম সাহেব আগে তার অফিসের যাবতীয় লেখালেখি ও হিসাবের কাজ হাতে-কলমে করতেন। এতে তার সময় বেশি লাগত এবং হিসাবে প্রায়ই ভুল হতো। এখন তিনি এসব কাজে ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করেন।

১১৪. নিজাম সাহেব তার অফিসের কাজে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন?

ক. এন্টিভাইরাস খ. অফিস

গ. অপারেটিং সিস্টেম ঘ. ফটোশপ

উত্তর :খ. অফিস

১১৫. উক্ত সফটওয়্যারগুলো ব্যবহার করার কারণে তিনি-

র. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন

রর. বিভিন্ন রকমের সংখ্যাভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করতে পারেন

ররর. বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে উপাত্ত বিশ্লেষণ করতে পারেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৬ ও ১১৭নং প্রশ্নের উত্তর দাও :

ফারিয়া ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামটি ব্যবহার করে একটি পুরনো ডকুমেন্ট খোলে তাতে কিছু নতুন তথ্যাদি সংযোজন করল। নতুন ডকুমেন্টটি সংরক্ষণ করার জন্য সে ঝধাব ধং অপশনটিতে ক্লিক করল।

১১৬. ডকুমেন্টটি সংরক্ষণ করতে সে আর কোন অপশনটি ব্যবহার করতে পারত?

ক. ঘব িখ. ঙঢ়বহ

গ. ওহংবৎঃ ঘ. ঝধাব

উত্তর :ঘ. ঝধাব

১১৭. ফারিয়ার ব্যবহৃত অপশনটির সাহায্যে-

র. একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায়

রর. পূর্বে সংরক্ষিত কোনো ডকুমেন্ট যে কোনো সময় খোলা যায়

ররর. কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৮ ও ১১৯নং প্রশ্নের উত্তর দাও :

নিলয় তার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড চালু করে একটি নতুন ফাইলে অঢ়ঢ়ষরপধঃরড়হ টাইপ করল। টাইপ শেষে সে অঢ়ঢ়ষরপধঃরড়হটি তার নিজ নামে সংরক্ষণ করে রাখল।

১১৮. নিলয় তার প্রথম কাজটি করতে কোন অপশনটি ব্যবহার করেছে?

ক. ঠরব িখ. ঘব

ি

গ. ঙঢ়বহ ঘ. ওহংবৎঃ

উত্তর :গ. ঙঢ়বহ

১১৯. নিলয় তার এই অঢ়ঢ়ষরপধঃরড়হটি-

র. যে কোনো সময় ব্যবহার করতে পারবে

রর. যতবার ইচ্ছে প্রিন্ট করে নিতে পারবে

ররর. নানাভাবে উপস্থাপন করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১২০. লেখাগুলোকে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করাকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় কী বলে?

ক. ফরমেটিং স্টাইল খ. স্প্রেডশিট টেক্সট

গ. ফরমেটিং টেক্সট ঘ. ফরমেটিং সিস্টেম

উত্তর :গ. ফরমেটিং টেক্সট

১২১. ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন ধরনের কী রয়েছে?

ক. কীবোর্ড খ. অক্ষর

গ. কলম ঘ. শিট

উত্তর :খ. অক্ষর

১২২. ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার অক্ষরকে কী বলা হয়?

ক. ফন্ট খ. বাটন

গ. সেইভ এজ ঘ. টেক্সট

উত্তর :ক. ফন্ট

১২৩. লেখালেখির সাজসজ্জায় প্রথমেই কী দেখতে হয়?

ক. লেখাটির ফন্ট সাইজ কত হবে

খ. লেখাটি কোন ধরনের ফন্টে হবে

গ. লেখাটির ফন্ট কালার কী হবে

ঘ. লেখাটির লাইন স্পেস কত হবে

উত্তর : খ. লেখাটি কোন ধরনের ফন্টে হবে

১২৪. ফন্ট থাকে কোন মেনুতে?

ক. ঐড়সব খ. ওহংবৎঃ

গ. জবারবি ঘ. ঞড়ড়ষং

উত্তর :ক. ঐড়সব

১২৫. ফন্ট বলতে বোঝায় বিভিন্ন ধরনের--

ক. লিস্ট খ. অক্ষর

গ. শব্দ ঘ. আইকন

উত্তর :খ. অক্ষর

১২৬. ফন্ট নির্বাচনের কাজটি হোম মেনুর ফন্ট গ্রম্নপের ফন্টের নামের কোন বস্নক থেকে করা হয়?

ক. ড্রপ ওপেন খ. ড্রপ ডাউন

গ. ড্রপ ক্লোজ ঘ. সেইভ এজ

উত্তর :খ. ড্রপ ডাউন

১২৭. ফন্ট সাইজ নির্ধারণের ক্ষেত্রে কোথায় ক্লিক করে ইপ্সিত সংখ্যাটি নিতে হবে?

ক. সংখ্যার ড্রপ ডাউন বক্সে

খ. অক্ষরের ড্রপ ডাউন বক্সে

গ. ড্রপ ওপেন বক্সে

ঘ. ক্লোজ ডাউন বক্সে

উত্তর : ক. সংখ্যার ড্রপ ডাউন বক্সে

১২৮. ফন্ট গ্রম্নপের আইকনের ড্রপডাউন বক্সে ক্লিক করে ফন্টের কী নির্বাচন করা হয়?

ক. সাইজ খ. স্টাইল

গ. রং ঘ. ফরমেটিং

উত্তর :গ. রং

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে