সাধারণ জ্ঞান
জানার আছে অনেক কিছু
প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ডারউইন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া।
প্রশ্ন : অন্ধকারাচ্ছন্ন মহাদেশ-
উত্তর : আফ্রিকা।
প্রশ্ন : আগুনের দ্বীপ-
উত্তর : আইসল্যান্ড।
প্রশ্ন : ইউরোপের রুগ্ণ মানুষ-
উত্তর : তুরস্ক।
প্রশ্ন : ইউরোপের ক্রীড়াঙ্গন-
উত্তর : সুইজারল্যান্ড।
প্রশ্ন : ইউরোপের রণক্ষেত্র-
উত্তর : বেলজিয়াম।
প্রশ্ন : ইউরোপের ককপিট-
উত্তর : বেলজিয়াম।
প্রশ্ন : ইংল্যান্ডের বাগান-
উত্তর : কেন্ট।
প্রশ্ন : উত্তরের ভেনিস-
উত্তর : স্টকহোম।
প্রশ্ন : উদ্যানের শহর-
উত্তর : শিকাগো।
প্রশ্ন : ক্যাঙ্গারুর দেশ-
উত্তর : অস্ট্রেলিয়া।
প্রশ্ন : গগনচুম্বী অট্টালিকার দেশ-
উত্তর : নিউইয়র্ক।
প্রশ্ন : গোলাপি শহর-
উত্তর : জয়পুর, রাজস্থান।
প্রশ্ন : গ্রানাইটের শহর-
উত্তর : এবার ডন।
প্রশ্ন : চির বসন্তের নগরী-
উত্তর : কিটো, ইকুয়েডর।
প্রশ্ন : চির শান্তির শহর-
উত্তর : রোম, ইতালি।
প্রশ্ন : চির সবুজের দেশ-
উত্তর : নাটাল।
প্রশ্ন : চীনের দুঃখ-
উত্তর : হোয়াংহো।
প্রশ্ন : জাঁকজমকের নগরী-
উত্তর : নিউইয়র্ক।
প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন-
উত্তর : নিউজিল্যান্ড।
প্রশ্ন : দক্ষিণ ভারতের উদ্যান-
উত্তর : তাঞ্জোর।
প্রশ্ন : দক্ষিণের রানী-
উত্তর : সিডনি, অস্ট্রেলিয়া।
প্রশ্ন : দ্বীপের নগরী-
উত্তর : ভেনিস।
প্রশ্ন : দ্বীপের মহাদেশ-
উত্তর : ওশেনিয়া।
প্রশ্ন : নিশ্চুপ সড়কের শহর-
উত্তর : ভেনিস।
প্রশ্ন : নিষিদ্ধ শহর-
উত্তর : লাসা, তিব্বত।
প্রশ্ন : নিশীথ সূর্যের দেশ-
উত্তর : নরওয়ে।
প্রশ্ন : নীরব শহর-
উত্তর : রোম।
প্রশ্ন : চীনের নীল নদ-
উত্তর : ইয়াং সি কিয়াং।