দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১০০. রাশেদের ল্যাপটপে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ইনস্টল করা আছে। এ কারণে সে তার ল্যাপটপ ব্যবহার করে- র. নির্ভুলভাবে লেখালেখির কাজ করতে পারে রর. একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারে ররর. বিভিন্ন ফাংশন ব্যবহার করে উপাত্ত বিশ্লেষণ করতে পারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ১০১. ওয়ার্ড প্রসেসরে লেখাকে- র. রঙিন করা যায় রর. ছোট বড় করা যায় ররর. বক্স আকারে উপস্থাপন করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ১০২. শাহেদ ওয়ার্ড প্রসেসরে একটি প্রতিবেদন প্রস্তুত করল। প্রতিবেদনটিকে আকর্ষণীয় করার জন্য সে সংযোজন করতে পারবে - র. ছবি রর. গ্রাফ ররর. টেবিল নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ঘ. র, রর ও ররর ১০৩. যে কোনো ডকুমেন্ট কাগজে কলমে প্রস্তুত করার চেয়ে ওয়ার্ড প্রসেসরে প্রস্তুত করা অনেক সুবিধাজনক। কারণ এ ক্ষেত্রে বাড়তি সুবিধা হিসেবে- র. গ্রাফ, টেবিল সংযোজন করা যায় রর. ভুল হলে সাথে সাথে সংশোধন করা যায় ররর. যখন খুশি যতবার ইচ্ছে প্রিন্ট করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর ১০৪. ওয়ার্ড প্রসেসরে কাজ করার সময়- র. লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায় রর. স্পেল চেকার-এর সাহায্যে বানান সংশোধন করা যায় ররর. সূত্র ব্যবহার করে অনেক উপাত্ত নিয়ে কাজ করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ১০৫. ফাইন্ড-রিপেস্নস কমান্ড ব্যবহার করে- র. শব্দ খোঁজা যায় রর. শব্দ প্রতিস্থাপন করা যায় ররর. বানান সংশোধন করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর উত্তর:ক. র ও রর ১০৬. ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে - র. পুরো লেখাকে মুছে ফেলা যায় রর. একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় ররর. ডকুমেন্টকে টেমপেস্নট আকারে সংরক্ষণ করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ১০৭. বানান সংশোধন করা যায়- র. স্পেল চেকারের সাহায্যে রর. বানান দেখার সফটওয়্যারের সাহায্যে ররর. ফাইন্ড-রিপেস্নস কমান্ড ব্যবহার করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ১০৮. অফিস বাটনে ক্লিক করলে যে অপশনগুলো পাওয়া যায়- র. ঙঢ়বহ রর. চঁনষরংয ররর. জবভবৎবহপবং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর ১০৯. ওয়ার্ড প্রসেসরে কাজ করার সময় যে অপশনগুলো বেশি প্রয়োজন হয়-- র. নিউ রর. ক্লোজ ররর. সেইভ এজ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ১১০. ডকুমেন্ট খোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়-- র. নিউ রর. ওপেন ররর. ইনসার্ট নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ক. র ও রর ১১১. ডকুমেন্ট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-- র. সেইভ রর. সেইভ অব ররর. সেইভ এজ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর ১১২. পুরনো ডকুমেন্টের তথ্যাদিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে সেইভ এজ অপশনটি সতর্কতার সহিত ব্যবহার করতে হয়। কারণ এই অপশনটিতে ক্লিক করলে- র. ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষিত হয় রর. পুরনো ডকুমেন্ট অপরিবর্তিত থাকে ররর. নতুন ডকুমেন্ট রিসাইকেল চলে যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ১১৩. রাজন তার কম্পিউটারে ওয়ার্ড ২০০৭ চালু করল। কিছুক্ষণ পর তার মনিটরের পর্দায় একটি উইন্ডো দেখা গেল। এই উইন্ডোতে - র. উপরের বাম কোণায় রয়েছে অফিস বাটন রর. ঐড়সব ট্যাবের বাম পাশে রয়েছে ওহংবৎঃ ট্যাব ররর. লেখালেখি করার জন্য রয়েছে একটি সাদা পাতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়