জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ৭ জানুয়ারি প্রকাশিতর্ যাঙ্কিংয়ে বিশ্ব সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের্ যাঙ্কিং ২০২৪ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে জবির ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
এ তালিকায় জবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৪১তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মো. কামরুল আলম খান। জবি থেকে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশে ৭২তম অবস্থানে আছেন গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মো. মিজানুর রহমান এবং জবি থেকে তৃতীয় ও বাংলাদেশে ১৪৪তম স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এ জে সালেহ আহাম্মদ।