এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ 'স্বল্প খরচে, মানসম্মত উচ্চশিক্ষা' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে। আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪ জানুয়ারি কর্মসূচি শুরু হয়। শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্যর্ যালি, এরপর সেটি চারপাশ ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মুহাম্মাদ জাফর সাদেক, সম্মানিত উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর শাহজাহান খান, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি মিসেস সালেহা সাদেক, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. নূরুল ইসলাম প্রমুখ।