শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
আমস্টারডাম সমুদ্র বন্দর

প্রশ্ন :রিও গ্রেনডে (৩০৪০ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :যুক্তরাষ্ট্র ও ম্যাক্সিকো।

প্রশ্ন :দানিউব (২৮৫০ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :ইউরোপ।

প্রশ্ন :আমুর (২৮২৪ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :এশিয়া।

প্রশ্ন :ইউফ্রেটিস (২৭৩৫ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :ইরাক।

প্রশ্ন :গঙ্গা (২৬৫৫ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :ভারত।

প্রশ্ন :শির দরিয়া (২১৪০ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :রাশিয়া।

প্রশ্ন :টাইগ্রিস (১৮৯৯ কি.মি.) কোথায় অবস্থিত?

উত্তর :ইরাক।

প্রশ্ন :আমস্টারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :হল্যান্ড।

প্রশ্ন :আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :মিশর।

প্রশ্ন :আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :মিয়ানমার।

প্রশ্ন :ইয়াকোহামা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :জাপান।

প্রশ্ন :ইয়াংগুন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :মিয়ানমার।

প্রশ্ন :এন্টওয়ার্প সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :বেলজিয়াম।

প্রশ্ন :ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :নিউজিল্যান্ড।

প্রশ্ন :ওসাকা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :জাপান।

প্রশ্ন :করাচি সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :পাকিস্তান।

প্রশ্ন :কলম্ব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :শ্রীলংকা।

প্রশ্ন :কলকাতা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :ভারত।

প্রশ্ন :কারডিখ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তর :ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে