দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
৩৫. কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম? ক. লেখালেখি করা খ. বই পড়া গ. ঘুরে বেড়ানো ঘ. গান শোনা উত্তর : ক. লেখালেখি করা ৩৬. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? ক. অ্যাডা লাভলেস খ. স্টিভ জবস গ. মার্ক জাকারবার্গ ঘ. বিল গেটস উত্তর : ঘ. বিল গেটস ৩৭. মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে? ক. লর্ড বায়রন খ. বিল গেটস গ. ব্যাচম্যান ঘ. মার্কনি উত্তর : খ. বিল গেটস ৩৮. কম্পিউটারে চিঠিপত্র লেখার কাজে সাধারণত কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? ক. ডড়ৎফ ঢ়ৎড়পবংংরহম খ. ঊীপবষ গ. চড়বিৎ ঢ়ড়রহঃ ঘ. উধঃধনধংব উত্তর : ক. ডড়ৎফ ঢ়ৎড়পবংংরহম ৩৯. কম্পিউটারে কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে নানাদিক থেকে সুবিধা পাওয়া যায় কোন প্রোগ্রাম ব্যবহারে? ক. লোটাস খ. মাইক্রোসফট এক্সেল গ. মাইক্রোসফট ওয়ার্ড ঘ. পাওয়ার পয়েন্ট উত্তর : গ. মাইক্রোসফট ওয়ার্ড ৪০. কম্পিউটারে দ্রম্নত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহারে? ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. ফটোশপ গ. ফক্সপ্রো ঘ. মাইক্রোসফট এক্সেস উত্তর : ক. মাইক্রোসফট ওয়াড ৪১. লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি? ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. মাল্টিমিডিয়া সফটওয়্যার গ. অফিস সফটওয়্যার ঘ. প্রোগ্রামিং সফটওয়্যার উত্তর : গ. অফিস সফটওয়্যার ৪২. বহু পূর্বে লেখালেখির কাজে কোনটি ব্যবহার করা হতো? ক. ওয়ার্ড প্রসেসর খ. টাইপরাইটার গ. কম্পিউটার ঘ. লোটাস ১, ২, ৩ উত্তর : খ. টাইপরাইটার ৪৩. টাইপরাইটার কী কাজে ব্যবহার করা হয়? ক. হিসাবের কাজে খ. প্রিন্টের কাজে গ. লেখালেখির কাজে ঘ. গ্রাফিক্সের কাজে উত্তর : গ. লেখালেখির কাজে ৪৪. টাইপরাইটারে কালির বদলে কী ব্যবহার করা হয়? ক. রিবন খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. রঙ উত্তর : ক. রিবন ৪৫. টাইপরাইটারে কোন সুবিধাটি পাওয়া যায় না? ক. লেখালেখি খ. সম্পাদনা গ. সুন্দর অক্ষর ঘ. কীবোর্ডের ব্যবহার উত্তর : খ. সম্পাদনা ৪৬. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? ক. লেখালেখি খ. ছবি সংযোজন গ. এডিটিং ঘ. সেভ করা বা সংরক্ষণ উত্তর : গ. এডিটিং ৪৭. ওয়ার্ড প্রসেসরে কোন অপশনটি রয়েছে? ক. ঋড়ৎসঁষধ খ. ঊফরঃ গ. ঝষরফব ঘ. অহরসধঃরড়হ উত্তর : খ. ঊফরঃ ৪৮. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে কী তৈরি করা যায়? ক. টেবিল খ. ডকুমেন্ট গ. ডেটাবেজ ঘ. প্রেজেন্টেশন উত্তর : খ. ডকুমেন্ট ৪৯. ওয়ার্ড পারফেক্ট কী ধরনের প্রোগ্রাম? ক. এক্সেল প্রোগ্রাম খ. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম গ. গ্রাফিক্স প্রোগ্রাম ঘ. ডেটাবেজ প্রোগ্রাম উত্তর: খ. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ৫০. ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম? ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম খ স্প্রেডশিট প্রোগ্রাম গ হিসাব-নিকাশ প্রোগ্রাম ঘ সফটওয়্যার তৈরির প্রোগ্রাম উত্তর: ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ৫১. হিসাবের জন্য ব্যবহৃত অফিস প্রোগ্রাম কোনটি? ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার গ. মাইক্রোসফট অফিস আউটলুক ঘ. ওরাকল উত্তর: খ. স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার ৫২. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় কোন সফটওয়্যারে? ক. ক্যালকুলেটর খ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার গ. টাইপরাইটার ঘ. মাই অ্যাডমিন উত্তর: খ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ৫৩. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে? ক. হিসাব-নিকাশের মাধ্যমে খ. ঘুরে বেড়ানোর মাধ্যমে গ. ডেটাবেজের ব্যবহারে ঘ. লেখালেখির মাধ্যমে উত্তর: ঘ. লেখালেখির মাধ্যমে ৫৪. লেখালেখির উন্নয়নে বর্তমানে কিসের ব্যবহার হচ্ছে? ক. তথ্যপ্রযুক্তির খ. মোবাইলের গ. ক্যালকুলেটরের ঘ. টাইপরাইটারের উত্তর: ক. তথ্যপ্রযুক্তির ৫৫. লেখালেখির কাজে তথ্যপ্রযুক্তির উপহার কোনটি? ক. স্প্রেডশিট খ. ডেটাবেজ প্রোগ্রাম গ. ওয়ার্ড প্রসেসর ঘ. পাওয়ার পয়েন্ট উত্তর: গ. ওয়ার্ড প্রসেসর ৫৬. কম্পিউটারে তথ্য গ্রহণ ও উপস্থাপনে সাহায্য করে কোনটি? ক. ওয়ার্ড প্রসেসর খ. মোবাইল গ. আউটলুক ঘ. কীবোর্ড উত্তর: ক. ওয়ার্ড প্রসেসর ৫৭. কোন সুবিধার কারণে ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়? ক. ফাইভ এন্ড রিপেস্নস খ. ঈড়ঢ়ু করা গ. সম্পাদনার ঘ. সংরক্ষণ উত্তর: গ. সম্পাদনার পরবর্তী অংশ আগামী সংখ্যায়