দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৩. মানুষ কেন লেখার কাজ শুরু করেছিল?
ক. পারিবারিক হিসাব রাখার জন্য
খ. শিকারকৃত পশুর হিসাব রাখার জন্য
গ. নিজ কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য
ঘ. প্রয়োজনীয় নির্দেশনা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য
উত্তর : গ. নিজ কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য
১৪. কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব অনেক?
ক. হিসাব-নিকাশ খ. লেখালেখি
গ. তথ্য ব্যবস্থাপনা ঘ. তথ্য উপস্থাপনা
উত্তর : খ. লেখালেখি
১৫. ওয়ার্ড প্রসেসরে কাজ করার সুবিধা কোনটি?
ক. লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়
খ. ফাংশন ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়
গ. লেখায় ভুল হলে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যায়
ঘ. সূত্র ব্যবহার করে অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়
উত্তর : ক. লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়
১৬. জাবেদ ওয়ার্ড প্রসেসরে লেখালেখির কাজ করে। তার লেখায় কোনো ভুল হলে কী হয়?
ক. ভুলটি কোনোভাবেই সংশোধন করা যায় না
খ. ভুলটি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যায়
গ. ভুলটি সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়
ঘ. ভুলটি সংশোধনের জন্য কাজটি নতুন করে করতে হয়
উত্তর : গ. ভুলটি সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়
১৭. ওয়ার্ড প্রসেসরে লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায় কেন?
ক. এখানে ভুল সংশোধনের সুযোগ রয়েছে
খ. এখানে ফাইল খুব সহজে সংরক্ষণযোগ্য
গ. এখানে ফাইন্ড-রিপেস্নস কমান্ড ব্যবহার করা যায়
ঘ. এখানে লেখা সম্পাদনার সুযোগ রয়েছে
উত্তর : ঘ. এখানে লেখা সম্পাদনার সুযোগ রয়েছে
১৮. কোন কমান্ড ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়?
ক. টেমপেস্ট খ. ফাইন্ড-রিপেস্নস
গ. ওয়ার্ড ফাইন্ড ঘ. ঈঃৎষ + চ
উত্তর : খ. ফাইন্ড-রিপেস্নস
১৯. ডকুমেন্ট টেমপেস্নট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি?
ক. সময় সাশ্রয় হয়
খ. আকর্ষণীয়তা বৃদ্ধি পায়
গ. খোঁজা সহজ হয়
ঘ. স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়
উত্তর : ক. সময় সাশ্রয় হয়
২০. কোনো ডকুমেন্ট প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট হিসেবে প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি কী আকারে সংরক্ষণ করে রাখলে বারবার ব্যবহার করা যায়?
ক. ফাইন্ড
খ. ফাইন্ড-রিপেস্নসেস
গ. টেমপেস্নসিং ঘ. টেমপেস্নট
উত্তর : ঘ. টেমপেস্নট
২১. বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের সাহায্যে?
ক. স্পেল চেকার খ. ওয়ার্ড প্রসেসর
গ. পাওয়ার চেকার ঘ. ফন্ট চেকার
উত্তর : ক. স্পেল চেকার
২২. কোন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে?
ক. ওয়ার্ড প্রসেসর খ. স্প্রেডশিট
গ. লিনাক্স ঘ. অপেরা মিনি
উত্তর : ক. ওয়ার্ড প্রসেসর
২৩. ওয়ার্ড ২০০৭-এর অফিস বাটনটি কোথায় থাকে?
ক. উইন্ডোর উপরের বাম দিকের কোণায়
খ. উইন্ডোর উপরের ডান দিকের কোণায়
গ. উইন্ডোর নিচের বাম দিকের কোণায়
ঘ. উইন্ডোর নিচের ডান দিকের কোণায়
উত্তর : ক. উইন্ডোর উপরের বাম দিকের কোণা
২৪. শায়লা তার কম্পিউটারে ওয়ার্ড ২০০৭ চালু করার পর মনিটরের পর্দায় একটি উইন্ডো দেখতে পেল। এই উইন্ডোর ঐড়সব ট্যাবের পাশে সে কোন ট্যাব দেখতে পাবে?
ক. ঠরবি খ. ওহংবৎঃ
গ. গধরষরহমং ঘ. চধমব খধুড়ঁঃ
উত্তর : খ. ওহংবৎঃ
২৫. নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?
ক. নিউ খ. ওপেন
গ. সেইভ ঘ. ক্লোজ
উত্তর : ক. নিউ
২৬. পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?
ক. নিউ খ. ওপেন
গ. সেইভ ঘ. ক্লোজ
উত্তর : খ. ওপেন
২৭. ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. ওপেন খ. সেইভ এজ
গ. সেইভ ঘ. ক্লোজ
উত্তর : গ. সেইভ
২৮. মালিহা ছুটির দিনে তার কম্পিউটারে একটি এসাইনমেন্ট তৈরি করল। এই এসাইনমেন্টটি সংরক্ষণ করার জন্য তাকে কোথায় ক্লিক করতে হবে?
ক. নিউ খ. ভিউ
গ. সেইভ ঘ. সেইভ এজ
উত্তর : গ. সেইভ
২৯. খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়?
ক. নিউ খ. ওপেন
গ. ক্লোজ ঘ. ঊীরঃ
উত্তর : গ. ক্লোজ
৩০. জাবেদ তার কম্পিউটারে গতকাল 'গধহধমবসবহঃ ঝঃঁফু' নামে একটি ফাইল সেইভ করে রেখেছিল। ফাইলটি খোলার জন্য তাকে এখন কোথায় ক্লিক করতে হবে?
ক. নিউ খ. ওপেন
গ. সেইভ এজ ঘ. ক্লোজ
উত্তর : খ. ওপেন
৩১. আশরাফুল ইসলাম গত বছরের একটি ফাইল খোলে তাতে কিছু সংশোধন করলেন। কাজ শেষে তিনি সেভ অপশনে ক্লিক করলেন। এ ক্ষেত্রে কী ঘটবে?
ক. তার নতুন ফাইলটি হারিয়ে যাবে
খ. তার দুটো ফাইলই সংরক্ষিত হবে
গ. তার পুরানো ফাইলটি হারিয়ে যাবে
ঘ. তার দুটো ফাইলই হারিয়ে যাবে
উত্তর : গ. তার পুরানো ফাইলটি হারিয়ে যাবে
৩২. মিজান তার কম্পিউটারে মাইক্রোসফট ২০০৭ চালু করে অফিস বাটনে ক্লিক করল। এতে যে ফাইলটি আসবে তাতে সে কোন অপশনটি পাবে?
ক. চৎরহঃ খ. ওহংবৎঃ
গ. ঞধনষব ঘ. ঈযধৎঃ
উত্তর : ক. চৎরহঃ
৩৩. ওয়ার্ড প্রসেসিংয়ের বাংলা অর্থ কী?
ক. বর্ণ প্রক্রিয়াকরণ
খ. প্রক্রিয়াকরণ
গ. অর্থ শব্দ প্রক্রিয়াকরণ
ঘ. প্রসেস করা
উত্তর : ক. বর্ণ প্রক্রিয়াকরণ
৩৪. লেখালেখির কাজ করাকে কী বলা হয়?
ক. ওয়ার্ড
খ. ওয়ার্ড প্রসেসিং
গ. স্প্রেডশিট এনালাইসিস
ঘ. মাইক্রোসফট অফিস
উত্তর : খ. ওয়ার্ড প্রসেসিং
\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়