শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক আবেদনে ১৯ সেবা

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক আবেদনে ১৯ সেবা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি আবেদনে সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিট কার্ডসহ পরীক্ষাসংক্রান্ত ১৯টি সেবা পাবেন। একই সঙ্গে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ফি জমা দিতেও পারবেন তারা। কোনো শিক্ষার্থীকে ফি জমা দিতে ব্যাংকে যেতে হবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. মশিউর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভায় ২ জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খুব অল্প সময়ের মধ্যে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে জানানো হয়। শুধু তা-ই নয়, যে বিষয়ে আবেদন করা হবে, তা প্রস্তুত হলে বার্তা চলে যাবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মোবাইল ফোন নম্বরে ও মেইল আইডিতে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯টি সেবা একই আবেদনে পেতে হলে একজন শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.ধপ.নফ) প্রবেশ করে সার্ভিস মেনু্যতে ক্লিক করে স্টুডেন্ট লগিনে গিয়ে এক্সামিনেশন সার্ভিস মেনু্যতে যেতে হবে। এরপর পর্যায়ক্রমে কমবাইন্ড সার্ভিস মেনু্যতে ক্লিক করে ডকুমেন্টস কারেকশন মেনু্যতে ক্লিক করে ছয়টি সেবা একসঙ্গে গ্রহণ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে