বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৩১. সাহাদাত হোসেন ফ্রিল্যান্সিং কাজে নিজের ক্যারিয়ার গঠন করতে আগ্রহী। এই কাজে তার প্রয়োজন হবে-

র. প্রচন্ড ধৈর্য

রর. কাজের দক্ষতা

ররর. পৃথিবীর সকল ভাষায় ভালো দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক.র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক.র ও রর

২৩২. বাংলাদেশের প্রোগ্রামাররা ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে যেসকল দেশের কোম্পানির কাজ করছে-

র. আমেরিকা রর. কানাডা ররর. ব্রিটেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

২৩৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উনয়নের ফলে ভবিষ্যতে-

র. মোবাইল ডিভাইস দিয়ে মানুষের রোগ নির্ণয় করা যাবে

রর. ইলেক্ট্রনিক ডিভাইসের আকৃতি বড় হবে

ররর. কম্পিউটার প্রোগ্রামিং-এর মাধ্যমে স্যাটেলাইট পরিচালনা করা যাবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

২৩৪. বাটা কোম্পানি নিজস্ব সার্ভার ব্যবহার করে। এই কোম্পানিতে দক্ষ লোক প্রয়োজন-

র. নেটওয়ার্ক ধ্বংস করার জন্য

রর. কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য

ররর. নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ-এর জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:গ. রর ও ররর

২৩৫. বাংলাদেশের যে সফটওয়্যার কোম্পানিগুলো বিদেশে রপ্তানি করছে-

র. আইবুক রর. সফটওয়্যার ররর. মোবাইল অ্যাপস

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:গ. রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৬ ও ২৩৭ নং প্রশ্নের উত্তর দাও :

ফারজানা হক একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি তার বাসায় বসে গুগল কোম্পানির প্রোগ্রামিং-এর কাজ করেন।

২৩৬. ফারজানা হক কী ধরনের কাজ করেন?

ক. নেটওয়ার্কিং খ. ফ্রিল্যান্সিং

গ.এডিটিং ঘ. কাস্টিং

উত্তর :খ. ফ্রিল্যান্সিং

২৩৭. উক্ত কাজের সুবিধা হলো-

র. পেশা হিসেবে এর আলাদা একটি গুরুত্ব আছে

রর. বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার সুযোগ আছে

ররর. সারা পৃথিবীর মানুষেরা এতে একসাথে অংশ নিতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

২৩৮. শাকিল খান একাডেমির ওয়েবসাইটে ই-পাব ফরম্যাটে প্রকাশিত বেশকিছু বই দেখতে পেল। এই বইগুলো পড়া যায়-

র. ফিল্ডে রর. কিন্ডলে ররর. আইবুকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:খ. র ও ররর

২৩৯. সামা তার পড়াশোনায় ইন্টারনেটের সাহায্য নিতে চায়। এজন্য তার প্রয়োজন-

র. প্রজেক্টর রর. কম্পিউটার ররর. ইন্টারনেট সংযোগ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:গ. রর ও ররর

২৪০. তুহিন এখন বিজ্ঞান শাখায় পড়াশোনা করছে। ভবিষ্যতে কোথাও চাকরি পাওয়ার জন্য তাকে যেসব প্রাথমিক দক্ষতা অর্জন করতে হবে-

র. অফিস সফটওয়্যার ব্যবহার

রর. ইন্টারনেট ও ইমেইল ব্যবহার

ররর. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪১ ও ২৪২ নং প্রশ্নের উত্তর দাও :

শাম্মি নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়ায় তার বাবা তাকে একটি আইপ্যাড কিনে দিল। এই যন্ত্রটি ব্যবহার করে সে বিশেষ ধরনের ই-বুক পড়ে।

২৪১. শাম্মি কোন ধরনের ই বুক পড়ে?

ক. চৌকস ই-বুক খ. ই-বুকের অ্যাপস

গ. ই-বুকের ওয়েব সাইট ঘ. পিডিএফ ফরম্যাটের ই-বুক

উত্তর:ক. চৌকস ই-বুক

২৪২. উক্ত ই-বুকে -

র. ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে

রর. মাল্টিমিডিয়াতে সমৃদ্ধ কনটেন্ট থাকে

ররর. নির্মাতারা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৩ ও ২৪৪ নং প্রশ্নের উত্তর দাও :

লিখন তার বাবার কাছ থেকে তথ্যপ্রযুক্তির প্রধান ডিভাইস সম্পর্কে জানতে পারল। সে আরও জানল যে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়ালেখা করলে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গঠন সম্ভব।

২৪৩. লিখন কোন ডিভাইস সম্পর্কে জানল?

ক. রেডিও খ. কম্পিউটার

গ. টেলিভিশন ঘ. ক্যামেরা

উত্তর:খ. কম্পিউটার

২৪৪. উলিস্নখিত প্রযুক্তিতে দক্ষ হলে লিখন তার ক্যারিয়ার গঠন করতে পারবে-

র. কম্পিউটার সায়েন্সে

রর. রোবোটিক ইঞ্জিনিয়ারিং-এ

ররর. ডেটা কমিউনিকেশনে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে