মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৪ জানুয়ারি

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৪ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২২ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রম্নয়ারি পর্যন্ত। এর আগে, ১৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় ১ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার জাবিতে গত বছরের মতো সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির জন্য 'এ' ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের জন্য 'বি' ইউনিট, কলা ও মানবিক অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট নিয়ে 'সি' ইউনিট, জীববিজ্ঞান অনুষদের জন্য 'ডি' ইউনিট, বিজনেস স্টাডিস অনুষদ নিয়ে 'ই' ইউনিটে পরীক্ষা হবে। আর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগ নিয়ে আলাদা ইউনিটে (সি-১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে